বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রবিবার সকালে হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় ধৌলি এক্সপ্রেস। ট্রেনের D-4 কামরায় ছিলেন মহিলা যাত্রী সুরমা হাজরা এবং তার স্বামী অনুপ হাজরা। তারা হাওড়া থেকে খড়্গপুরে ফিরছিলেন।তাঁর বাড়ি হাওড়া। তিনি ধৌউলি এক্সপ্রেসে চড়ে রৌরকেল্লা যাচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুষ্কৃতীরা টিকিয়াপাড়া বস্তি এলাকায় থাকে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : কিছুতেই এই গাছ কাটতে দেবো না’, আঁকড়ে ধরল খুদেরা, মেদিনীপুরের প্রাচীন গাছ কাটা আটকাতে প্রতিবাদ
মহিলা বাড়ি থেকে বেরনোর পরই তার পিছু নিতে থাকে অভিযুক্তরা। এরপর মহিলার পিছু-পিছু ট্রেনে উঠে যায় তারা।ট্রেন পূর্ব মেদিনীপুরের ভোগপুরে আসতেই মহিলার হাতের বালা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। সেই সময় মহিলা বাধা দেন। মহিলা সোনার চেন ছিনতাই করতে বাধা দিতেই দুষ্কৃতীরা তাকে ধরে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয়। মহিলা স্বামী চেন টেনে ট্রেন দাঁড় করায়।

এরপর ট্রেনটি সোয়াদিঘি এলাকা পার করতেই ট্রেনের চেন টেনে লাফ দিয়ে নামে। তারপর কোলাঘাট থানার ভোগপুর গ্রামে ঢুকে পড়ে। তবে গ্রামবাসীরা ধরে ফেলে অভিযুক্তদের। এরপরই গণধোলাই দেয়।

পরে পাঁশকুড়া জিআরপি হাতে তুলে দেয়। দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। মহিলা চলন্ত ট্রেন থেকে নিচে পড়তেই তার ট্রেনে চাকায় হাত কেটে যায়। ট্রেন যাত্রীরা ট্রেন থেকে নেমে দুজন ছিনতাইবাজদের ধরে জিআরপির হাতে তুলে দেয়। এবং মহিলাকে ওই ট্রেনে খড়গপুরে নিয়ে আসা হয়। খড়গপুর আরপিএফ ট্রেন থেকে ওই মহিলাকে উদ্ধার করে খড়গপুর রেলের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Train robbery
Biplabi Sabyasachi Largest Bengali Newspape