Home » Train Accident : ট্রেন থেকে নামতে গিয়ে মেদিনীপুর স্টেশনে মৃত্যু হল বিধায়কের ভাইয়ের

Train Accident : ট্রেন থেকে নামতে গিয়ে মেদিনীপুর স্টেশনে মৃত্যু হল বিধায়কের ভাইয়ের

by Biplabi Sabyasachi
0 comments

Train Accident: MLA’s brother died at Medinipur station while getting off the train.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেছিলেন। তখনই পা পিছলে ট্রেনের তলায় কাটা পড়ে মৃত্যু হল খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়-এর ভাইয়ের। মৃত ব্যক্তির নাম রথীন্দ্রনাথ রায় (৬৫)। ঘটনার পরে সেখানে ছুটে যান দীনেন রায় সহ শাসক দলের অন্যান্য নেতৃত্বরা। মেদিনীপুর শহরের বাসিন্দা রথীন্দ্রনাথ রায়ের স্ত্রী পুরুলিয়া যাবেন বলে বেরিয়ে ছিলেন। খড়্গপুর-আসানসোল এক্সপ্রেস ট্রেনে স্ত্রীকে দিতে এসেছিলেন রথীন্দ্রনাথ বাবু।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Train Accident
নিজস্ব চিত্র

সকাল সাড়ে ছ’টা নাগাদ স্ত্রীকে ট্রেনে বসিয়ে নামতে যাচ্ছিলেন, ওই সময় ট্রেনটি চলতে শুরু করে। দ্রুত নামার চেষ্টা করলেও পা পিছলে ট্রেনের তলায় পড়ে যান তিনি। স্বামীকে বাঁচাতে তার স্ত্রীও ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। ততক্ষণে যাত্রীরা তাকে টেনে সরিয়ে নেন। ট্রেনটি কিছুটা এগিয়ে যাওয়ায় ট্রেনে কাটা পড়েন রথীন্দ্রনাথ বাবু। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এরপরে ওই ট্রেনটি দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য। পরে রেলওয়ে কর্তৃপক্ষ এসে পরিস্থিতির সামাল দেয়। খবর পেয়ে সেখানে ছুটে আসেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় তথা রথীন্দ্রনাথ বাবুর দাদা।

আরও পড়ুন : হাসপাতালের বেডেই মাধ্যমিক পরীক্ষা দিল চাঁদমণি

আরও পড়ুন : কোথাও এসকর্ট করে, কোথাও হুলা জ্বালিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিলেন বনকর্মীরা

সকাল থেকেই মেদিনীপুর স্টেশনে ভিড় জমান শাসক দলের বিভিন্ন নেতৃত্বরা। রেলওয়ে কর্তৃপক্ষ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান, “একটু অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। তাই মেদিনীপুর শহর কেন সমস্ত মানুষের কাছে অনুরোধ করব এই ধরনের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা।” উল্লেখ্য, গত এক বছরে মেদিনীপুর স্টেশনে একইরকম ঘটনায় মৃত্যুর হাত থেকে রেলওয়ে আধিকারিকরা বাঁচিয়েছিলেন তিনজনকে। তবে এবার আর বাঁচানোর সুযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে

আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Train Accident

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.