Traffic disruption during Birendra Setu work in Midnapore. Interruptions are caused by stopping the traffic from time to time.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সেতু দুর্বল হওয়ায় ৮ টনের বেশি ভারী গাড়ি চলাচল বন্ধ ছিল। এক বছরের মধ্যে সংস্কারের পর স্বাভাবিক করা হবে যান চলাচল, এমনটাই জানিয়েছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মেদিনীপুর ও খড়্গপুরের সংযোগস্থলে কংসাবতী নদীর উপর অবস্থিত ওই সেতুর বেশিরভাগ কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে বলে জানিয়েছেন জাতীয় সড়কের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারদের তরফে। গত কয়েক মাস ধরে তার কাজও চলছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সেই কাজ চলাকালীন শনিবার দুপুরে হঠাৎ করে বন্ধ করা হল ভারী যান চলাচল। যার ফলে ৬০নং জাতীয় সড়কের দুই পাশে সারি সারি দাঁড়িয়ে বাস-লরি। বহু যাত্রী বাস থেকে নেমে হেঁটে যাতায়াত করেন। আগাম কোনো ঘোষণা ছাড়া দফায় দফায় যান চলাচল বন্ধে বিভ্রাট সৃষ্টি হয়। ব্যাপক যানজট জাতীয় সড়কে। তবে ছাড় ছিল দু’চাকা ও চার চাকার যানবাহন। দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পল্লব বিশ্বাস জানিয়েছেন, “সেতুর নিচে বিয়ারিং রেক্টিফিকেশনের কাজ চলছে।
Birendra Setu
আরও পড়ুন : আয়াদের দৌরাত্ম্য অব্যাহত মেদিনীপুর হাসপাতালের মাতৃমা বিভাগে, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন
আরও পড়ুন : বাইক মিছিল করে বাড়ি বাড়ি মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ কুড়মিদের বিরুদ্ধে
তাই ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে সাময়িক সময়ের জন্য।” সেতুর নীচে কাজ করার সময় ভারী যানবাহন বন্ধ না করলে বিপদের আশংকা ছিল। শনিবার দুপুর বেলা হঠাৎ করে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রী ও গাড়ির চালকরা। জানা গিয়েছে, আগামী দু’মাসের মধ্যেই সেতু সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। পাশে নতুন সেতুর কাজও চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের (২০২৪) প্রথমের দিকে শুরু হতে পারে।
আরও পড়ুন : কুড়মি আন্দোলন প্রভাব ফেলল পঞ্চায়েত ভোটে, শাসকদলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মনোনয়নে হাজির কুড়মি নেতারা
আরও পড়ুন : কেশপুরে পঞ্চায়েতের ‘স্বচ্ছ’ মুখ হোসিরুদ্দিন ও মঞ্জু দলবেরা! অভিষেকের ঘোষণা মতো মনোনয়ন জমা করলেন মঞ্জু
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Birendra Setu
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper