Infection of covid
আরও পড়ুন ঃ–তমলুকের বলরামপুরে আস্বাভিক মৃত্যু করোনা আক্রান্তের , এলাকায় চাঞ্চল্য
পত্রিকা প্রতিনিধিঃ দেশে মারাত্মকভাবে ছড়িয়ে পরা করোনার হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। যার মধ্যে অন্যতম জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের জোগান বাড়ানো। প্রতিদিন দ্বিগুণ সংখ্যায় এই ইন্ট্রাভেনাস ইঞ্জেকশ তৈরির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তবে এই পরিস্থিতিতে এরাজ্যের দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৫৬৩ জন । এরমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় ১৬৭ জন , পূর্ব মেদিনীপুর জেলায়
৩৪৬ জন ও ঝাড়গ্রামে ৫০ জন । তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেখা মিলেছে সুস্থতার হারও। দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে ২৪৩ জন । পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় ২ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।
স্বাস্থ্য কর্তাদের আশঙ্কা, এক বছরে করোনা ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্য বদলেছে। বিদেশ থেকে নতুন ‘স্ট্রেন’ আসার পাশাপাশি মহারাষ্ট্রেও নতুন ‘দেশজ স্ট্রেন’ পাওয়া গিয়েছে। যার সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এই নতুন স্ট্রেন ছড়িয়ে পড়লে, ফের সারা দেশে লকডাউন করার মতো পরিস্থিতি তৈরি হবে। তাই দেরি না-করে রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠিয়ে একাধিক পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষা কেন্দ্র, দৈনিক পরীক্ষার সংখ্যা বৃদ্ধির কথা যেমন সেখানে বলা হয়েছে, তেমনই জোর দেওয়া হয়েছে কড়াকড়ি মানার বিষয়ে। বিশেষত যে সমস্ত জেলায় সংক্রমণের হার বেশি, সেখানে কনটেনমেন্ট জ়োনে কড়া নজরদারি ও পরীক্ষা চালাতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। দিল্লির পরামর্শ, ‘মিউট্যান্ট স্ট্রেন’ পাওয়া গেলে, অবশ্যই জিনোম সিকোয়েন্স করতে হবে। যে সব জেলায় মৃত্যুহার বেশি, সেখানে নজর রাখতে হবে সার্বিক স্বাস্থ্য পরিকাঠামোর উপরেও।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Infection of covid
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore