Home » জনসভায় এসে নির্বাচন কমিশনকে তীব্রভাবে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

জনসভায় এসে নির্বাচন কমিশনকে তীব্রভাবে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

by Biplabi Sabyasachi
0 comments

আরও পড়ুন ঃএগরায় বিজেপি প্রার্থীর করোনা পজিটিভ, আতঙ্ক রাজনৈতিক মহলে

পত্রিকা প্রতিনিধিঃ বিজেপি দলটা নির্বাচন কমিশনকে এমনভাবে হস্তক্ষেপ করে যেন মনে হয় ওটা বিজেপিরই একটি কমিশন হয়ে গেছে। আমি হেলিকপ্টারে আস্তে আস্তে শুনলাম আরও কয়েকটা ডিএম ও এসপিকে বদল করা হয়েছে বিজেপির কথামতো। আমি বলি সবটাই বদলে দাও তাতেও কিছু পারবে না। বিজেপিকে জেতাতে পারবে না। কারণ যাদের বদলাচ্ছো তারাও আমার লোক। তোমরা ভুল করছ যাঁদের বদলাচ্ছো তারা আরও বেশি করে আমাদের লোক তোমরা তো খবরই রাখো না।এটা হচ্ছে তোমাদের প্রবলেম।

বৃহস্পতিবার দাঁতনের তালদার কালচিতি ময়দানে দাঁতনের তৃণমূল প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান ও অপরদিকে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া’র সমর্থনে এক জনসভায় এসে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছেন। এটা আপনাদের কাছ থেকে আশা করি না। তবে এরজন্য আপনারা আমাকে দশটা চিঠি করতে পারেন শোকজ করতে পারেন। এর জন্য আমার কিছু যায় আসে না আমি নির্ভীকভাবে লড়াই করি।যেদিন দেখব মানুষ আমাকে তিরস্কার করছে সেদিন আমি বুঝব আমি ভুল করেছি।তার আগে সত্যি কথা সত্যভাবে বলব। বিজেপি র লোকেরা কী দেয় আপনাদের।

বিজেপি লোকেরা যা বলবে তাই করতে হবে।অফিসার বদল করছেন অফিসার কি ভোট দেয়। একজন অফিসারকে সরিয়ে আরেকজন অফিসারকে অসম্মান করছেন। মনে রাখবেন অফিসাররাও পরস্পর পরস্পরের বন্ধু। যে কায়দায় আপনারা বিবেক সহায়কে বদলি করেছেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তাছাড়া বিজেপি খেলায় হেরে গেছে।তাই জনগণের খেলা নয়, এখন অফিসার বদলির খেলায় নেমেছে নির্বাচন কমিশনকে দিয়ে। তবে তুমি যতই অফিসার বদলি করো মাইনে তোমার চারশো বারো এটা মাথায় রেখে দাও। এইভাবে আজ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সেই সঙ্গে নির্বাচন কমিশনকে তীব্রভাবে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Dev

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.