Angry in Kanthi area
আরও পড়ুন ঃ-রাত পোহালেই পুরবোর্ড দখলে রাখতে সভা, হলদিয়া পুর কাউন্সিলরদের সঙ্গে বৈঠক পুরমন্ত্রীর
পত্রিকা প্রতিনিধি: সেল্ফ হেল্প গ্ৰুপের টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় ওই গ্রুপের মহিলা ও পঞ্চায়েতের বেশ কয়েকজন ব্যাক্তির হাতে মারধর খেয়ে মৃত্যু হল মাধবী মন্ডল(৫০)নামের এক মহিলার।সোমবার ঘটনাটি ঘটে কাঁথি১ব্লকের দুদালপুর গ্ৰাম পঞ্চায়েতের পশ্চিম মাজনা এলাকায়।জানা গিয়েছে,ওই মহিলা কয়েক মাস আগে সেল্ফ হেল্প গ্ৰুপ থেকে বেশ কিছু টাকা লোননেন।এরপর সেই টাকার বাবার বাড়িতে থাকা ভাই’কে দু লক্ষ টাকা ধার দিয়েছিল ৩বছর আগে।আর সেই টাকা চাও’কে নিয়ে বিবাদ শুরু হয়।এরপর গতকাল সেই টাকা চাইতে গেলে ওই মহিলার ছোট ভাইয়ের স্ত্রী ঘটনাটি নিয়ে পঞ্চায়েতে অভিযোগ করে।
তবে এই ঘটনার পর ওই পঞ্চায়েতের প্রধান সুপমা নায়কের নেতৃত্বে ওই গ্ৰুপের মহিলারা এসে মাধবী দেবীর উপর আচমকাই লাঠি, বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ।তবে এই ঘটনার পর ওই মহিলার তার পরিবারের লোকেরা মিলে তাকে স্থানীয় মাজনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।তবে চিকিৎসকের প্রাথমিক অনুমান অত্যধিক প্রহারের কারণে মৃত্যু।তবে এই ঘটনার পর ওই মহিলার পরিবারের লোকেরা ও গ্ৰামেরা বাসিন্দারা মৃতদেহ নিয়ে মাজনা-কাঁথি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।এই ঘটনার খবর কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে এলাকাবাসী ও মৃতার পরিবারের সদস্যরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ও পরে পুলিশের সঙ্গে বচসার সৃষ্টি হয়।এরপর পুলিশ তাদের বুঝিয়ে পথ অবরোধ তুলে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এবিষয়ে স্থানীয় এক গ্ৰামবাসী বলেন,ওই মহিলা সেল্ফ হেল্প গ্ৰুপ থেকে বেশ কিছু টাকা লোননেন।এরপর সেই টাকার বাবার বাড়িতে থাকা ভাই’কে দু লক্ষ টাকা ধার দিয়েছিল ৩বছর আগে।আর সেই টাকা চাও’কে নিয়ে বিবাদ শুরু হয়।এরপর গতকাল সেই টাকা চাইতে গেলে ওই মহিলার ছোট ভাইয়ের স্ত্রী ঘটনাটি নিয়ে পঞ্চায়েতে অভিযোগ করে।তবে এই ঘটনার পর ওই পঞ্চায়েতের প্রধান সুপমা নায়কের নেতৃত্বে ওই গ্ৰুপের মহিলারা এসে মাধবী দেবীর উপর আচমকাই লাঠি, বাঁশ দিয়ে মারধর করে।এরপর তার মৃত্যু হয়েছে।তাদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে।এবিষয়ে কাঁথি থানার আইসি কৃষ্ণেন্দু দত্ত বলেন,এই ঘটনা নিয়ে মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।তবে পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষে ক্ষতিয়ে দেখা হচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Angry in Kanthi area
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore