Home » যানবাহন চলাচল সচল রেখেই মেরামতির কাজ চলছে কংসাবতী সেতুর

যানবাহন চলাচল সচল রেখেই মেরামতির কাজ চলছে কংসাবতী সেতুর

by Biplabi Sabyasachi
0 comments

The Kangsabati bridge is being repaired

আরও পড়ুন ঃ-শুভেন্দুর দলবদলের পর তৃণমূল নেতারা অধিকারী পরিবারকে নিশানা করায় ‘ব্যথিত’ শিশির


পত্রিকা প্রতিনিধি: শহরসংলগ্ন কংসাবতী নদীর উপরে কংসাবতী সেতু ( বীরেন্দ্র সেতু) মেরামতির কাজ চলছে জোর কদমে ।রাজ্য সরকারের বিশেষজ্ঞ দল আগেই সেতুটি মেরামতের করা দরকার বলে পরামর্শ দিয়েছিলেন। তার পরই সেতুটি মেরামতির উদ্যোগ নেয় পূর্ত দপ্তর । সেতুটির বেশ কয়েক জায়গায় চিড় ধরেছে কোথাও চাঙড় খসে পড়েছে । সেতুটির ওপরের অংশে অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে ।

সেজন্য তৎপরতার সঙ্গে মেরামতি করা হচ্ছে জেলা প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সেতুটি মেরামতের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে । সেজন্য মেরামতির সময় বিশেষজ্ঞরা থেকে তদারকি করছেন । ওই সেতু মেদিনীপুর শহরের সঙ্গে পূর্বমেদিনীপুর ছাড়াও কলকাতা সহ অন্যান্য জায়গার যোগাযোগের একমাত্র মাধ্যম । ৬০ নম্বর জাতীয় সড়কের মধ্যে থাকা ওই সেতুটির ওপর দিয়ে প্রতিদিন ছোট বড় হাজার হাজার গাড়ি যাতায়াত করে । তাই যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতুটি মেরামতির সময় যানবাহন চলাচল মোটামুটি স্বাভাবিক রাখা হয়েছে বলে কোতোয়ালি থানার ট্র্যাফিকের আইসি মৃণাল কোটাল জানিয়েছেন। তিনি বলেন সেতুটি মেরামতি নিয়ে এখনো যানবাহন চলাচলে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি ।

তবে মেরামতির জন্য বিশেষভাবে প্রয়োজন হলে সেতুটির উপর ওয়ানওয়ে করা হতে পারে । যদিও সে রকম পরিস্থিতি এখনো হয়নি । সেতুটি মেরামত করার সময় কখনোই যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে না । এ বিষয়ে জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজিত মাইতি জানিয়েছেন, সেতুটি মেরামতি করা খুব প্রয়োজন ছিল । রাজ্য সরকার যেভাবে তৎপর হয়ে তা করছে তাতে দুই মেদিনীপুর জেলা ছাড়াও আরও বেশ কয়েকটি জেলার মানুষ উপকৃত হবেন ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

The Kangsabati bridge is being repaired

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.