Home » মমতার তৃতীয়বারের মন্ত্রিসভার শপথ গ্ৰহণ , বিরোধী দলনেতা হলেন শুভেন্দু

মমতার তৃতীয়বারের মন্ত্রিসভার শপথ গ্ৰহণ , বিরোধী দলনেতা হলেন শুভেন্দু

by Biplabi Sabyasachi
0 comments

Swearing

খড়্গপুরে বিজেপির জয়ের পরেই পানীয় জল সরবরাহ বন্ধের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

পত্রিকা প্রতিনিধিঃ এরাজ‍্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যয়ের নেতৃত্বে তৃণমূলের তৃতীয় মন্ত্রীসভা  গঠিত হল সোমবার। এঁদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা আগেও  ছিলেন আবার কেউ প্রথমবার হয়েছেন –

• পূর্ণমন্ত্রী, কেউ আবার একেবারেই নতুন মুখ। এমতাবস্থায় এরাজ‍্যেরস্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ভূমি- ভূমিসংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি এবং উত্তরবঙ্গ উন্নয়নের দফতর সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• শিল্প, বাণিজ্য, তথ্য-প্রযুক্তি এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ।

• অর্থ, পরিকল্পনা ও সংখ্যতত্ত্ব মন্ত্রী অমিত মিত্র , ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতর সাধন পাণ্ডে।

• বন ও অপ্রচলিত শক্তি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া।

• বিদ্যুৎ, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহণ ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম।

• দফতর বদলে এবার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, স্কুলশিক্ষা এবং উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

• নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।

• আইনমন্ত্রী হলেন মলয় ঘটক, সেচ ও জলপথমন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।

•  কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

• সমবায়মন্ত্রী অরূপ রায়।

•  খাদ্য ও গণবন্টনমন্ত্রী হলেন রথীন ঘোষ।

•  সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি।

• কৃষি বিপণনমন্ত্রী বিপ্লব মিত্র, জনস্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী পুলক রায়।

• বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষামন্ত্রী জাভেদ আহমেদ খান।

• গণশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

•  ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ।

•  প্রাণীসম্পদ উন্নয়নমন্ত্রী হলেন স্বপন দেবনাথ।

• শ্রম দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না ।

• খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা।

• কারিগরী শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মদক্ষতা উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হুমায়ুন কবীর।

• মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি।

• পুর নগরোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি-ভূমিসংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

অপরদিকে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী । দলের হেস্টিংস কার্যালয়ে আজ বিরোধী দলনেতা নির্বাচনে বিজেপির  বৈঠক হয়। সেখানে রাজ্য বিরোধী দলনেতা বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নিযুক্ত দলের দুই পর্যবেক্ষক, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। দলের নবনির্বাচিত ৭৭ জন বিধায়ককেও এখানে ডাকা হয়। সেখানেই শুভেন্দুর নাম চূড়ান্ত হয়।

বাংলায় বিজেপির ব্যাপক ভরাডুবির মধ্যে বিজেপির প্রাপ্তি বলতে নন্দীগ্রাম! যা নিয়ে বিতর্ক রয়েছে। তবে তারই পুরস্কার পেলেন শিশিরপুত্র। রাজ্য বিজেপির পুরনো নেতৃত্বের একটা বড় অংশই চাইছিল মনোজ টিগ্গাকে বিরোধী দলনেতা করা হোক। মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা এবারও জয়ী হয়েছেন। আগে পরিষদীয় দলের নেতাও তিনি ছিলেন। মনোজ টিগ্গা সংঘ ঘনিষ্ঠ এবং দলের পুরনো কর্মী। যদিও অভিজ্ঞতার দিক দিয়ে শুভেন্দু অধিকারীই এগিয়ে ছিলেন। তাই তাঁকেই নির্বাচিত করা হয়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Swearing

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.