Midnapore City College was ranked 10th in the state and 54th in the country.The professors of all the departments are very happy with this success of the college.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের সাফল্যের শিখরে মেদিনীপুর সিটি কলেজ ( Midnapore City College)। ভারতের শিক্ষা-সংক্রান্ত সমীক্ষক সংস্থা Education World India এপ্রিল মাসে জাতীয় স্তরের ১০০টি নন-অটোনোমাস মহাবিদ্যালয় (Non-Autonomous College) বা ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ গুলিকে নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে।
আরও পড়ুন:- শিকারে ৯০ শতাংশ জমায়েত আটকানো গিয়েছে! মেদিনীপুরে জানালেন ডিএফও
আরও পড়ুন:- “হিংসা হতেই পারে, আটকাবে প্রশাসন,” মেদিনীপুরে বললেন সুকান্ত মজুমদার
সারা ভারতবর্ষের মধ্যে মেদিনীপুর সিটি কলেজ ( Midnapore City College) পেয়েছে ৫৪ তম স্থান। আর পশ্চিমবঙ্গে দশম স্থান অর্জন করে। কলেজের ডিরেক্টর প্রদীপ ঘোষ জানান, ‘ সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, প্রশাসনিক অধিকর্তা ও শিক্ষাকর্মীদের জানাই শুভেচ্ছা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কলেজ আরও অনেক দূরে এগিয়ে যাক, এই কামনাই করি।’
আরও পড়ুন:- ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে
Midnapore City College
আরও পড়ুন:- ডেঙ্গু সহ মশাবাহিত রোগ দমনে আগে থেকেই তৎপর স্বাস্থ্য দফতর
রাজ্যের অন্যান্য কলেজের থেকে অনেক উন্নত আধুনিক শিক্ষার সরঞ্জাম, বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা রয়েছেন এই কলেজে। সেই সঙ্গে হাতে-কলমে পাঠ দিয়ে অর্থাত্ প্র্যাকটিকাল ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের তৈরি করা হয়। পাশাপাশি ইন্টার্নশিপ ও প্লেসমেন্টেরও ব্যবস্থা করা হয় কলেজের কর্তৃপক্ষের তরফে। এমনটাই জানিয়েছেন কলেজের অধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তী ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Midnapore City College
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk Biplabi Sabyasachi Online Paper : Midnapore City College is at the peak of success again. Education World India, India’s leading think tank, released a list of 100 national non-autonomous colleges in April. Midnapore City College ranked 54th in India. And ranked tenth in West Bengal. Pradeep Ghosh, director of the college, said, ‘Greetings to all the teachers, students, administrative officers and educators. I wish this college to go a long way with the joint efforts of all. ‘
The college has many advanced modern teaching equipments and eminent teachers from other colleges in the state. At the same time, students are prepared through hands-on lessons, that is, through practical classes. Besides, internship and placement also arranged by the college authorities. That is what the principal of the college Sudipta Chakraborty said.