Home » কেশিয়াড়ী পার্ক ‘প্রত্যুষা’-র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক

কেশিয়াড়ী পার্ক ‘প্রত্যুষা’-র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক

by Biplabi Sabyasachi
0 comments

The inauguration of the park ‘Pratyusha’

আরও পড়ুন ঃশীতের আমেজ পড়েছে। কি ভাবছেন ঘুরতে যাবেন ? তাহলে সব্যসাচী নিউজ এর তরফ থাকল একদিনে হুট করে ঘুরে আসার মত কিছু প্লেস এর নাম

পত্রিকা প্রতিনিধি:বাম আমলে প্রস্তাবিত পার্কের শুভ উদ্বোধন হল শুক্রবার।শুভ সুচনা করলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক রশ্মি কমল।কেশিয়াড়ি ব্লক প্রশাসনের উদ্যোগে কেশিয়াড়ির আগরপাড়ায় নবনির্মিত এই পার্কের উদ্বোধন হয় এইদিন।প্রায় একশ বিঘা জায়গাতে গড়ে উঠেছে এই ইকো পার্কের।


প্রসঙ্গত বছর কুড়ি আগে, কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি উদ্যোগ নেন এই জায়গায় একটি পার্ক তৈরী করার।কিন্তু  বেশ কিছু কারণে তা বাস্তবায়িত হয়নি।সিপিআইএম আমলে এই জায়গাতে প্রাচীর দেওয়া হলেও করা যায়নি পার্কের।দীর্ঘদিন পড়ে থাকার পর, ২০১৯ সালে ব্লক প্রশাসন সহ সমষ্টি উন্নয়ন আধিকারিকের যৌথ ভাবনায় গড়ে উঠে কেশিয়াড়ি বায়ো ডায়ভার্সিটি পার্কের।মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে এই পরিবেশ বান্ধব পার্ক তৈরি করা হয়েছে।প্রায় একশটির বেশি প্রকল্পে কাজ চালিয়ে করোনা পরিস্থিতির মাঝেই নতুন পার্ক খুলে দেওয়া হল সাধারণ মানুষের জন্য।নাম দেওয়া হয়েছে “প্রত্যুষা”।


‘প্রত্যুষা’-র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক

কেশিয়াড়ি বাস স্ট্যান্ড থেকে কুলবনী যাওয়ার পথে,মাত্র দেড় কিলোমিটার এগোলেই চোখে পড়বে মেদিনীপুর জেলার অন্যতম ইকো-পার্কের।যেখানে রয়েছে ঘোরার বিস্তীর্ণ জায়গা,ফোয়ারা,ফটোগ্রাফি জোন,রয়েছে ফুড কোর্ড,থাকার ব্যবস্থা।আছে পিকনিক স্পট থেকে বোটিং এর ব্যবস্থাও।সম্পুর্ন কেশিয়াড়ি ব্লক প্রশাসনের স্বপ্নের প্রকল্প এই ‘প্রত্যুষা’ পার্ক।
শুধু দেখার ক্ষেত্রে না এই পার্কের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার সংস্কৃতি,অর্থনীতির উৎস।একশ দিনের কাজের নানা রূপ থেকে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধিন বিভিন্ন প্রকল্পের চিত্র।চারিদিক সাজানো হয়েছে ফুলের গাছ এবং সবুজ ঘাসে।যার শুভ উদ্বোধন করেন জেলা শাসক।তিনি বলেন-“খড়্গপুর থেকে অনেকটা দূরে গ্রামীন এলাকায় শিশুদের জন্য বিনোদনের জন্য ব্লক প্রশাসনের উদ্যোগে এই তৈরী পার্ক যথেষ্ঠ প্রশংসনীয়।”
শুক্রবার পার্কের মূল গেটে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সুচনা হয়।
এই পার্কের ভাবনা কেশিয়াড়িতেই বা কেন? জঙ্গলে ঘেরা কেশিয়াড়িতে এই পার্কের মাধ্যমে পরিবেশ বান্ধব ভারসাম্য বজায় থাকবে।গ্রামীন পড়ে থাকা উন্মুক্ত জায়গার ব্যবহার করা হবে এই পার্কের মাধ্যমে।পরবর্তীতে এই জায়গায় মিনি চিড়িয়াখানা করার কথা ভাবছে ব্লক প্রশাসন।ব্লক প্রশাসনের বক্তব্য -এই জায়গায় পারচক তৈরী হলে গ্রামীন এলাকার মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে বিশেষ জ্ঞান ও শিক্ষার জাগরণ হবে।প্রাকৃতিক সম্পদের সুরক্ষা,সংরক্ষনের ব্যাপারে সাধারন মানুষ অবহতি হবে এই পার্কের মাধ্যমে।”কেশিয়াড়ি এলাকায় এই ইকো পার্ক পেয়ে খুশি সকলে।উদ্বোধনের প্রথম দিনে চোখে পড়ল উন্মাদনা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

The inauguration of the park ‘Pratyusha’

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.