Home » অবশেষে নিশ্ছিদ্র নিরাপত্তায় আজ শুরু হচ্ছে প্রথম দফার বিধানসভা নির্বাচন

অবশেষে নিশ্ছিদ্র নিরাপত্তায় আজ শুরু হচ্ছে প্রথম দফার বিধানসভা নির্বাচন

by Biplabi Sabyasachi
0 comments

Bengal Assembly election

আরও পড়ুন ঃফের উত্তপ্ত খেজুরি, BJP কর্মীদের উপর হামলার অভিযোগ TMC-র বিরুদ্ধে

পত্রিকা প্রতিনিধিঃ আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা ও করোনা বিধি মেনে আজ শনিবার থেকে শুরু হচ্ছে রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন । প্রথম দফায় এই জেলার ৬টি আসন সহ ৩০ টি আসনের ভোটগ্রহণ হবে। পশ্চিম মেদিনীপুরে যে আসন গুলিতে ভোট হবে সেগুলি হল মেদিনিপুর, শালবনী, গরবেতা ,খড়গপুর, কেশিয়াড়ী ও দাঁতন। কমিশনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এই ৬টি আসনে মোট বুধ সংখ্যা ২০৮৯টি ও ভোটকর্মী ৮৩৫৬জন।১২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ।

এছাড়াও রয়েছে রাজ‍্য পুলিশ ও মহিলা পুলিশ। জেলার৬ টি আসনে মোট প্রতিবন্ধীর সংখ্যা ৩৫ জন। যার মধ্যে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিবন্ধী প্রার্থী ৬ জন। মোট ভোটার সংখ্যা ২৭৯৭২৩ জন ও মোট পোলিং স্টেশন ৩৯৭ । শালবনী বিধানসভা কেন্দ্রে এবার প্রতিবন্ধী মোট প্রার্থী ৯ জন । মোট ভোটার সংখ্যা ২৭৯৭২৩ জন ও মোট পোলিং স্টেশন ৩৮৫ । গড়বেতা বিধানসভা কেন্দ্রে এবার প্রতিবন্ধী মোট প্রার্থী ৫ জন। মোট ভোটার সংখ্যা ২৩১২৪৩ জন ও মোট পোলিং স্টেশন ৩২৪। খড়্গপুরে এবার প্রতিবন্ধী সংখ্যা ৬ জন। মোট ভোটার সংখ্যা ২২৬৬৭১ জন ও পোলিং স্টেশন ৩০৮ টি। কেশিয়াড়ী এবার প্রতিবন্ধী সংখ্যা ৫ জন। মোট ভোটার সংখ্যা ২৩৮৭৫৮ জন ও পোলিং স্টেশন ৩৩৯ টি। এছাড়া দাঁতন এবার প্রতিবন্ধী সংখ্যা ৪ জন। মোট ভোটার সংখ্যা ২৩৩৬২২ জন ও পোলিং স্টেশন ২৪৫ টি।

শুক্রবার বিকালের মধ্যেই সব বুধে বুধে পৌঁছে গিয়েছে ভোট কর্মী, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এবার পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলা ভোটাকর্মীদের সংখ্যাও নজর কেড়েছে । তবে মেদিনীপুর কলেজ মাঠে ডিসি,আরসি কেন্দ্র করা হয়েছে। সেখান থেকে ভোটের জন্য যাবতীয় সরঞ্জাম নিয়ে দুপুরের মধ্যেই বুথের উদ্দেশ্য রওনা দিয়েছেন ভোট কর্মীরা। তবে এবার ভোটের বিভিন্ন সরঞ্জাম এর সঙ্গে নতুন উপকরণ হিসেবে যোগ রয়েছে মাক্স ,স্যানিটাইজার, গ্ল্যাবস, মাথার টুপি প্রভৃতি। আজ শনিবার সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। সব বুথেই রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা । পাশাপাশি থাকছে টহলদারি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ করতে তৎপর কমিশন। প্রতি ঘন্টা অন্তর কত ভোট পড়েছে,বুথের সাময়িক অবস্থা সহ সব তথ্য জেলাশাসকের দপ্তরে মেসেজ করে জানাতে হবে ভোটকর্মীদের ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Bengal Assembly election

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.