Covid growing
আরও পড়ুন ঃ-আগামীকাল থেকে বাংলায় বন্ধ লোকাল ট্রেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
পত্রিকা প্রতিনিধিঃ করোনা সংক্রমণের হার হু হু করে ক্রমেই বাড়ছে রাজ্যে। ভোট পরবর্তী বাংলায় আক্রন্তের সংখ্যা তড়তড়িয়ে বেড়ে চলেছে। আর এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় রাজ্যের পাশাপাশি দুই মেদিনীপুর সহ জঙ্গলমহলে মোট আক্রান্ত হয়েছেন ১১১৮ জন। এরমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় আক্রান্ত ৩৫৩ জন , পূর্ব মেদিনীপুরে ৬৫৯ ও জঙ্গলমহলে ১০৬ জন । পাশাপাশি দুই মেদিনীপুর সহ জঙ্গলমহলে সুস্থ হয়েছেন ৭৩৬ জন । তারমধ্যে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হয়েছে ১ জনের বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে। তবে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউকে রুখতে জেলাজুড়ে বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনামূলক প্রচার ও মাস্ক বিলি করা হচ্ছে । পাশাপাশি মাস্কবিহীন পথচারীদের ধরে মাস্ক দেওয়া সহ তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা দেওয়া হয় বলে জানা যাচ্ছে।
বিশেষজ্ঞদের বলছেন , দৈনিক এই সংক্রমণ আদপে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কম মনে হলেও চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। কারণ এইভাবে বাড়ছে সক্রিয় আক্রান্তের সংখ্যা এবং আক্রান্তদের সংস্পর্শে আরও অনেকের সংক্রামিত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায়না। অন্যদিকে, রাজ্যজুড়ে দোলের দিন যে বেপরোয়া চিত্র অধিকাংশক্ষেত্রে দেখা গিয়েছে, তার ভয়াবহ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
তবে করোনাকে পুরোপুরি ধ্বংস করার জন্য সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি জনগণকে আরও বেশি করে সচেতন করতে হবে । স্যানিটাইজার ব্যবহার, হাত পরিষ্কার রাখা এবং মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করে তুলতে হবে । একে অপরের সঙ্গে কথা বলার সময় কম করে দুই ফুট দূরত্ব রাখতেই হবে । এই সকল পদ্ধতি অবলম্বনের মাধ্যমে করোনা থেকে দূরে থাকা সম্ভব ।প্রথম করোনা পরিস্থিতি ধীরে ধীরে অস্তমিত হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে অবহেলা ক্রমেই প্রকট হচ্ছিল । আর তারপরই এই দ্বিতীয় ঢেউটি তার প্রভাব বিস্তার করেছে ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid growing
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore