Home » বিজেপির হাত থেকে পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল

বিজেপির হাত থেকে পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল

by Biplabi Sabyasachi
0 comments

আরও পড়ুন ঃঝাড়গ্রামে ভ্রাম্যমান কোভিড টেস্ট ভ্যান চালু করার পরিকল্পনা ডাক্তার বিধায়কের

পত্রিকা প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর একের পর এক বিজেপি (BJP) নেতা বেসুরো। দলবদলের কথাও শোনা গেছে। রাজ্যের পাশাপাশি এবার গ্রাম পঞ্চায়েত স্তরেও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার লাইন। যদিও বিজেপি (BJP) নেতাদের বক্তব্য, মারধর করে হুমকি দেখিয়ে দলে নিচ্ছে তৃণমূল (TMC) । সম্প্রতি পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার কেশিয়াড়ি (keshiary) পঞ্চায়েত সমিতির পর মেদিনীপুর (medinipur Sadar Block) সদর ব্লকের চাঁদড়া (chandra) গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত থেকে চলে গেল তৃণমূলে। বুধবার লোহাটিকরী (Lohatikori) পার্টি অফিসে বিজেপির জয়ী তিন পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের (TMC) পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি মুকুল সামন্ত (Mukul Samanta) , পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল (Shrabanti Mondal) , নয়ন দে (Nayan Dey)।

নিজস্ব চিত্র

মেদিনীপুর সদর ব্লকের (medinipur Sadar Block) অন্তর্গত চাঁদড়া (chandra) গ্রাম পঞ্চায়েতে মোট ১৪ টি আসন ছিল। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি (BJP) পেয়েছিল ৮ টি । তৃণমূল (TMC) পেয়েছিল ৬টি। ফলে বোর্ড গঠন করে প্রধান উপপ্রধান বিজেপির হয়েছিল। এদিন তিনজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন । ফলে চাঁদড়া গ্রাম পঞ্চায়েতে সংখ্যাধিক্য হওয়ায় অনাস্থা এনে গ্রাম পঞ্চায়েত বোর্ড দখলের পথে তৃণমূল। চাঁদড়া (Chnadra) , কঙ্কাবতী (kankabati) সহ পাশাপাশি এলাকার শতাধিক বিজেপি কর্মী সমর্থক যোগ দেন বলে দাবি তৃণমূলের।

Advertisement
Advertisemenet

তৃণমূল নেতা বিশ্বজিৎ কর্মকার (biswajit Karmakar) বলেন, রাজ্য সরকারের উন্নয়নের সাথী হতে এদিন বিজেপি পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকরা তৃণমূলে যোগ দিয়েছেন। চাঁদড়া পঞ্চায়েতে সংখ্যাধিক্য হয়ে যাওয়ার কারণে অনাস্থা এনে বোর্ড গঠন করা হবে খুব শীঘ্রই। যদিও বিজেপির অভিযোগ, জোর করে তাদের কর্মী সমর্থক, পঞ্চায়েত সদস্যদের নিয়ে গিয়ে যোগদান করিয়েছে। অভিযোগ অস্বীকার করে সদর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক নয়ন দে (Nayan Dey) বলেন, ভোটের আগে এবং পরে কোনো সময় বিজেপির ওপর কোনো সন্ত্রাস চালানো হয় নি। উল্টে বিজেপিই (Bjp) আমাদের কর্মী সমর্থকদের মারধর করেছে। বিজেপি (bjp) ছেড়ে শাসক দলে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্য সুদীপ নায়েক (sudipta Nayek) বলেন, “আড়াই বছর পঞ্চায়েতে থেকে দেখেছি বিজেপি চরম দুর্নীতিগ্রস্ত। তাই বাধ্য হয়েই দল ছেড়ে তৃণমূলে (Tmc) যোগ দিলাম।” নাম প্রকাশ করতে না চাইলেও বিজেপির (bjp) নিচুস্তরের কর্মীরা ভোটে পরাজয়ের পর জেলা নেতাদের কাছ কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না বলেও ক্ষোভ উগরে দেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

yass help

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.