Home » পশ্চিম মেদিনীপুরে ফের হাতির হানায় ভাঙল বাড়ি, ক্ষোভ

পশ্চিম মেদিনীপুরে ফের হাতির হানায় ভাঙল বাড়ি, ক্ষোভ

by Biplabi Sabyasachi
0 comments

Elephant attack

আরও পড়ুন ঃঅবৈধ বালি কারবারে পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার ২৩ জন, আটক একাধিক গাড়ি

পত্রিকা প্রতিনিধি: ফের হাতির হানায় ভাঙল তিনটি বাড়ি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ার মালকুড়ি এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

নিজস্ব চিত্র

জানা গিয়েছে, দু’দিন আগে একটি হাতি ঝাড়গ্রামের মানিকপাড়া থেকে কংসাবতী নদী পার হয়ে চাঁদড়ার জঙ্গলে প্রবেশ করে। হাতিটি শান্ত স্বভাবের বলে স্থানীয়রা নামও দিয়েছেন ‘রামলাল’। লোকালয় হোক বা জঙ্গল পেট ভরে গেলে সেখানেই ঘুমিয়ে পড়ে। এখন জমিতে নেই ফসল। পেট ভরাতে ‘রামলালের’ ভরসা বাড়িতে বাড়িতে হানা। রবিবার ভোর বেলা খাবারের খোঁজে তিনটি পাকা ও মাটির বাড়ির দরজা, ছাউনির অ্যাসবেসটস ভেঙে ধান খেয়ে ফেলে। বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছে হাতি না তাড়ানোয়। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতিটিকে অন্যত্র সরানোর চেষ্টা চলছে। সরকারী নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

Advertisement

এক বনকর্মী আক্ষেপের সঙ্গে বলেন, ‘একদিকে জঙ্গলের গাছ চুরি আটকাতে রাতে পাহারা, অন্যদিকে হাতির হানা, জঙ্গলের জমি অধিগ্রহণ, চারাগাছ তৈরি বিভিন্ন সমস্যায় জর্জরিত বন দফতরের গুটিকয়েক কর্মচারী। দিনরাত তারা ডিউটি করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে আবার জঙ্গলমহল এলাকা থেকে অন্যত্র ট্রান্সফারের চেষ্টা করছেন। ক্ষতিপূরণ দেরীতে পাওয়া ও হাতির হানার জন্য বনকর্মী নিগ্রহ এটা রোজকার ঘটনা। উচ্চপদস্থ আধিকারিক ও সরকারের বারবার দৃষ্টি আকর্ষণ করলেও আসেনি কোন পরিবর্তন।’ সম্প্রতি সরকারী কর্মচারী সংগঠন (ফরেস্ট উইং) বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে সমস্যার কথা জানিয়েছে। সমস্যাগুলির সমাধানের আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Elephant attack

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.