Home » দিঘার সমুদ্রে ভেসে এল হাজার হাজার অদ্ভুত মরা মাছ , আতঙ্কিত স্থানীয়রা

দিঘার সমুদ্রে ভেসে এল হাজার হাজার অদ্ভুত মরা মাছ , আতঙ্কিত স্থানীয়রা

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং : বিলুপ্ত প্রজাতির কয়েক হাজার সামুদ্রিক(Marine) মরা মাছ (Fish) সমুদ্রের জোয়ারে ভেসে আসা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে নিউ দিঘার (Digha) সমুদ্র সৈকতে । তবে এই সামুদ্রিক মাছ দেখেই অনেকেই বলছেন এটা সামুদ্রিক ব্যঙ যা সাধারণত খাওয়া হয় না। কিন্ত এরা পরিবেশের (Environment) ভারসাম্য রক্ষা করে বলে প্রাথমিক অনুমান বাসিন্দারাদের।

ফাইল চিত্র

স্থানীয়দের প্রাথমিক অনুমান ,এদিন সকলে মৎজীবিদের(Fisherman) জালে ধরা পড়ে এই বিলুপ্ত প্রজাতির সামুদ্রিক মাছ(Marine fish)গুলি। তবে গভীর সমুদ্রে যে সমস্ত ট্রলার গুলি বেরিয়েছে মাছ ধরতে তাদেরই জালে এই সামুদ্রিক মাছেদের ঝাঁক লেগে যাওয়ায় মেরে সমুদ্রে ফেলে দিয়েছে। এই সমস্ত প্রজাতির সামুদ্রিক মাছ(Marine fish) বীচে এসে ঠেকার ফলে এগুলোর পচে গলে জল যেমন দূষন হবে তেমনি ভাবে পরিবেশ(Environment) ও দূষিত হবে। প্রশাসনের এ ব্যাপারেও নজর দেওয়া উচিত। অপর দিকে পর্যটকদের কথায়, এই মাছ বা প্রাণীগুলি সী বীচের ধারে দেখে যেমন আনন্দ পেয়েছেন ঠিক তেমনি নতুন এক মাছ বা  প্রাণীর সন্ধান পেলেন তারা। কোন বইতে বা অভিধানের এই ধরনের মাছ প্রাণীর কোনো উল্লেখ নেই বলে মনে করছেন তারা। তাদের অভিযোগ, এই বিলুপ্ত প্রজাতির(Extinct species)মাছ (Fish) বা প্রাণীকে যারা মেরে ফেলছেন প্রশাসনের উচিত তাদের সচেতন করা সেই সঙ্গে এগুলোকে এখানে না ফেলে বালিতে বা দূরে কোথাও পুতে দেওয়া উচিত। আর তা না হলে জল যেমন দূষন হবে ঠিক তেমনই পরিবেশ ও দুষিত হবে ।

এবিষয়ে এক সামুদ্রিক মৎস্য বিশেষজ্ঞ বলেন , এই সামুদ্রিক প্রাণীর নাম পুফার মাছ ( Puffer fish) । এই সামুদ্রিক মাছ (Marine fish) গুলি খুব বিষাক্ত হয়। এই মাছের বিষ প্রথমে একটি মানুষের শরীরের ঠোঁট ও নখের উপর তার প্রভাব দেখায়। এই মাছের বিষে প্রথমে ঠোঁট ও নখ সামান্য অবশ হয়ে যায়। এরপর শরীর নিয়ন্ত্রণ হারায়, শ্বাসকষ্ট শুরু হয় এবং মৃত্যু ঘটে।এই প্রজাতিটির মাছের ১২০ টিরও বেশি প্রজাতি রয়েছে, যেগুলির প্রত্যেকটির বর্ণ এবং গঠন আলাদা।ভারতে সবচেয়ে সস্তা এই মাছের দাম জাপানে ২০ ডলার এবং প্রতি বছর ১০০০ টন পর্যন্ত জাপানে এটি খাওয়া হয়। তাছাড়া মূলত সমুদ্রবর্তী এলাকায় এদের বেশি দেখতে পাওয়া যায়। তাছাড়া এই সমস্ত সামুদ্রিক মাছ (Marine fish) গুলি জাপান (Japan) ও চীনের ( China) অধিবাসীরা খেয়ে থাকেন। তাছাড়া গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের (Fishermen) জালে উঠে এসেছে এই সামুদ্রিক মাছগুলি বলে প্রাথমিক অনুমান বিশেষজ্ঞদের।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.