Home » PM Awas Yojona : যাদের পাকা ঘর, রয়েছে এসি, তাঁরাই পাচ্ছেন আবাস যোজনার বাড়ি ! ক্ষোভ পশ্চিম মেদিনীপুরে

PM Awas Yojona : যাদের পাকা ঘর, রয়েছে এসি, তাঁরাই পাচ্ছেন আবাস যোজনার বাড়ি ! ক্ষোভ পশ্চিম মেদিনীপুরে

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নাসিরুদ্দিন চৌধুরী, সন্ধ্যা দোলই ও দিপালী চক্রবর্তীর মত অনেক মানুষ প্রতিনিয়ত ব্লক প্রশাসনের কাছে এসে দাবি করছেন, ‘ আমরা আবাস যোজনার বাড়ি পাওয়ার তালিকা উপযুক্ত ব্যক্তি, কিন্তু আমাদের আবাস যোজনা তালিকায় নাম নেই।’ যাদের রয়েছে পাকার বাড়ি, গাড়ি, বাড়িতে আছে এসি তাদের আছে আবাস যোজনার তালিকায় নাম।’ ‘কিন্তু আমরা কবে পাব বাড়ি’, এমনই দাবি করেছেন তাঁরা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

PM Awas Yojona
নিজস্ব চিত্র

এদিকে ব্লক প্রশাসনের কাছে কোন উত্তর নেই । আবাস যোজনার বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল যেমন বিরোধীরা, তেমনি আবাসে যোজনার বাড়ির তালিকায় নাম না থাকায় ক্ষোভে ফুঁসছে দরিদ্র পরিবারগুলি।এবার তাই আবাস যোজনায় বাড়ির তালিকায় নাম থাকা সঠিক উপভোক্তাদের হাতে আবাস যোজনার বাড়ি তুলে দিতে গ্রামে গ্রামে তথ্য যাচাইয়ে মহকুমা শাসক। বেশ কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিডিও অফিস গুলিতে লক্ষ্য করা যাচ্ছে অনেক মানুষ ব্লক প্রশাসনে অভিযোগ জানাতে আসছেন তারা আবাস যোজনার সঠিক উপোভোক্তা কিন্তু তাদের তালিকায় নাম নেই।

PM Awas Yojona

PM Awas Yojona
নিজস্ব চিত্র

দেখা যাচ্ছে গ্রাম গঞ্জে যে সমস্ত ব্যক্তিদের পাকার বাড়ি রয়েছে তাদের আবাস যোজনার তালিকায় রয়েছে নাম।চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের ব্লক প্রশাসনের কাছে এমনই প্রতিনিয়ত অনেক মানুষ অভিযোগ নিয়ে আসছেন আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য।কিন্তু ব্লক প্রশাসনের তরফ থেকে তাদের জানানো হচ্ছে এই মুহূর্তে তাদের কিছু করার নেই। অসহায় হয়ে ফিরে যেতে হচ্ছে তাদের বাড়ি।

আরও পড়ুন : নিখোঁজ বাড়ির ‘ছেলে’! হাওড়া স্টেশন থেকে উদ্ধার করল পুলিশ

ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ব্লকের বিডিও দের নিয়ে লিস্ট ধরে ধরে মাঝেমধ্যেই বাড়ি বাড়ি ঘুরছেন আবাস যোজনার উপভোক্তাদের তথ্য যাচাইয়ের জন্য।উল্লেখ্য ইতিমধ্যে আইসিডিএস কর্মী থেকে আশা কর্মীদের আবাস যোজনা উপভোক্তাদের তথ্য যাচাইয়ের জন্য প্রতিটি বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাকে ঘিরে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ, ডেপুটেশন।কিন্তু প্রশাসন আবাস যোজনা বাড়ি পাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলিকে গুরুত্ব দিচ্ছেন।

আরও পড়ুন : পর্যটকদের জন্য সুখবর! চালু হচ্ছে দিঘা-পাঁশকুড়া মেমু স্পেশাল ট্রেন

প্রশাসন সূত্রে খবর,তথ্য যাচাই এর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে।উপভোক্তা আগে কোন বাড়ি পেয়েছিল কিনা, বাড়িতে মোটরবাইক আছে কিনা, উপভোক্তার কোন পাকার বাড়ি আছে কিনা,এমনকি উপভোক্তা নিজের পয়সায় পাকার বাড়ি করতে পারবে নাকি সেই বিষয়গুলিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।এক কথায় দরিদ্র ব্যক্তিরা এই আওতায় পড়বেন।এখন দেখার প্রশাসনের এত কড়া কড়িতে সঠিক ব্যক্তি আবাস যোজনার বাড়ি পান কি না।

আরও পড়ুন : পথচারীদের বাঁচাতে গিয়ে পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় ক্ষতিগ্রস্ত বন দফতরের ঐরাবত গাড়ি

আরও পড়ুন : বেআইনিভাবে গাছ কেটে বাড়িতে মজুত, বাজেয়াপ্ত করল বন দপ্তর ও বন সুরক্ষা কমিটি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

PM Awas Yojona

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.