Home » এবার খোদ মেদিনীপুর শহরে পুলিশের জালে ” Fake IPS”, চাঞ্চল্য

এবার খোদ মেদিনীপুর শহরে পুলিশের জালে ” Fake IPS”, চাঞ্চল্য

by Biplabi Sabyasachi
0 comments

Fake IPS

পত্রিকা প্রতিনিধি: ভুয়ো আইপিএস অফিসার পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো শহরের লাইব্রেরী (Library) রোডের (Road) এক যুবককে। ধৃত যুবকের নাম সৌম্যকান্তি মুখার্জি (Soumyakanti Mukherjee)। তার বাড়িতে তল্লাসি চালিয়ে উদ্ধার হয়েছে আইপিএস (IPS) ব্যাচ, তারা সহ সোল্ডার ব্যাচ , রিভলভার রাখার হোল্ডার প্রভৃতি । বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা পুলিশ সুপার দীনেশ কুমার (Dinesh Kumar) এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন-মেদিনীপুর (Midnapore) শহরের বাসিন্দা তাপস ব্যানার্জি (Tapas Banerjee) নামে এক ব্যক্তি ঋণ নিয়ে শোধ করতে পারছিলেন না ব্যাংকে। তার লোন সেটেলমেন্ট করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা চেয়ে ছিলেন সৌম্যকান্তি মুখার্জি নামে ওই যুবক। মেদিনীপুর শহরের লাইব্রেরী রোড এলাকার বাসিন্দা এই যুবক বিভিন্ন সময় নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেন বলে জানা গিয়েছে। নিজের এমন বহু ছবি ফেসবুক (Facebook) সহ সোশ্যাল মাধ্যমেও রেখেছে। নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়েছিল সে।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল জঙ্গলের রাস্তায় ছিনতাই! অভিযোগ জানানোর আগেই তৎপর পুলিশ

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- আন্ত:রাজ্য বাইক চুরি চক্রে যুক্ত থাকার অভিযোগ, ঝাড়গ্রামের সাঁকরাইলে গ্রেফতার ২

বহু লোকের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ এসেছে তার নামে। সম্প্রতি তাপস ব্যানার্জীর কাছ থেকে টাকা তোলার পরে এবং পুলিশে আভিযোগের পর তদন্তে নামলে বিষয়টি পুলিশের নজরে আসে । কোতোয়ালি (Kotowali) থানার পুলিশের পক্ষ থেকে তদন্ত করে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে পুলিশ অফিসারের বিভিন্ন জিনিসপত্র । তদন্তের পর পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, ওই যুবক নিজেকে আইপিএস অফিসার হিসেবে তৈরি করার জন্য একাধিকবার ইউপিএসসি সহ বিভিন্ন পরীক্ষায় বসেছিল। সেখানে ব্যর্থ হয়েছে সে। এরপর কম সময়ে টাকা রোজগার করতে এই পথ হাতিয়েছিল বলে পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন। এদিন তাকে মেদিনীপুর আদালতে তোলা হলে পুলিশ নিজেদের হেফাজতে নেয় । পুলিশ সুপার জানিয়েছেন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানা যাবে । এদিকে শহরের বুক থেকে ভুয়ো আইপিএস গ্রেফতার হওয়ায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে ।

আরও পড়ুন:- দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Fake IPS

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.