Home » Ghatal : পশ্চিম মেদিনীপুর ভেঙে ঘাটাল নতুন জেলা হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে

Ghatal : পশ্চিম মেদিনীপুর ভেঙে ঘাটাল নতুন জেলা হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাজ্যের নতুন জেলা হিসেবে ঘাটাল আলাদা জেলা হবে কিনা তাই নিয়ে জোর চর্চা চলছে ঘাটালজুড়ে। ঘাটাল আলাদা জেলা হলে কেবল ঘাটাল মহকুমা নিয়ে হবে নাকি ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে হবে সেই নিয়ে সম্প্রতি নানান জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর,বড় জেলাগুলিকে ভাগ করে ৭ টি নতুন জেলা তৈরির পরিকল্পনা শুরু করেছে নবান্ন। মূলত প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্যই এই পরিকল্পনা বলে জানা গেছে। আর এই প্রসঙ্গেই উঠে এসেছে ঘাটালের কথা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

ফাইল চিত্র

জানা গিয়েছে,দুই মেদিনীপুরের মধ্যে পূর্ব মেদিনীপুরকে ভেঙে কাঁথি জেলা এবং পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ঘাটালকে আলাদা জেলা করা যায় কিনা সে বিষয়ে বিশেষজ্ঞ কমিটির কাছে রিপোর্ট চেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই খবর সামনে আসতেই ঘাটালে শুরু হয়েছে জোর চর্চা। ঘাটাল আলাদা জেলা হলে প্রশাসনিক কাজে ঘাটালবাসীর অনেক সুবিধা হবে। ঘাটালে তৈরি হবে জেলা সদর দপ্তরের প্রধান কার্য্যালয়। সেক্ষেত্রে জেলা অফিসের কাজের জন্য ঘাটাল থেকে সুদূর মেদিনীপুরে যেতে হবে না ঘাটালের মানুষকে।

ফাইল চিত্র

প্রশাসন পরিচালনাতেও সুবিধা হবে অনেক। এ বিষয়ে প্রস্তাবিত কমিটির কাছে দ্রুত রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী । ঘাটালের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা সহ যাবতীয় দিক খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নিতে পারেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মোট তিনটি থানা এলাকা নিয়ে ঘাটাল মহকুমা। তিনটি থানা এলাকা জুড়ে রয়েছে মোট পাঁচটি ব্লক এবং পাঁচটি পুরসভা। ব্লকগুলির মধ্যে রয়েছে ঘাটাল, চন্দ্রকোনা-১, চন্দ্রকোনা-২, দাসপুর-১ এবং দাসপুর-২ ব্লক। পুরসভাগুলি হলো ঘাটাল, খড়ার, ক্ষীরপাই, চন্দ্রকোনা এবং রামজীবনপুর।

ঘাটাল মহকুমার জনসংখ্যা বর্তমানে প্রায় ১১ লক্ষের বেশি। মোট ৯৫৩ বর্গকিলোমিটার এরিয়া নিয়ে গঠিত ঘাটাল মহকুমা যা পশ্চিম মেদিনীপুর জেলার সদর কার্য্যালয়গুলি থেকে সম্পূর্ণ বিপরীত প্রান্তে অবস্থিত। ঘাটালের পূর্বপ্রান্তে হাওড়া জেলা এবং উত্তর- পূর্বদিকে হুগলি জেলা, আর একদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। ঘাটাল মহকুমার মূল কার্য্যালয়টি ঘাটাল শহরে অবস্থিত। ঘাটাল নতুন জেলা হবে কিনা এই জল্পনার মাঝেই উঁকি দিয়েছে দুটি প্রশ্ন। নতুন জেলার মানচিত্রে ঘাটাল উঠে এলে তা কেবল ঘাটাল মহকুমা নিয়ে হবে নাকি ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে হবে? সূত্রের খবর,যে ৭ টি নতুন জেলা নিয়ে জল্পনা চলছে তার অধিকাংশ লোকসভা কেন্দ্রের নাম ধরেই।

যেমন- কাঁথি, বিষ্ণুপুর প্রভৃতি। তাই ঘাটালকে আলাদা জেলা হিসেবে ঘোষণা করলে তা ঘাটাল লোকসভা কেন্দ্র ধরে হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সেটা হলে নতুন জেলার মানচিত্রে থাকবে না চন্দ্রকোনা বিধানসভা এলাকায়। কারণ চন্দ্রকোনা বিধানসভা আরামবাগ লোকসভার কেন্দ্রের অন্তর্ভুক্ত। অপরদিকে, রাজনৈতিক দলগুলিও ঘাটাল লোকসভা এলাকাকে ঘাটাল সাংগঠনিক জেলা হিসেবে ধরেই কাজকর্ম চালাচ্ছে। তাই ঘাটাল জেলা হওয়ার ক্ষেত্রে এই একই রূপরেখা অনুযায়ী লোকসভা কেন্দ্র ধরেই হওয়ার সম্ভাবনা বলে মত অনেকের। সেক্ষেত্রে একদিকে যেমন নতুন জেলার মানচিত্রে চন্দ্রকোনা বিধানসভা বাদ যাবে, অপরদিকে ঘাটাল জেলার সাথে যুক্ত হবে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকা।

আরও পড়ুন : বিদ্যুতে ফিক্সড ও মিনিমাম চার্জ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিদ্যুৎ গ্রাহক সমিতির

আরও পড়ুন : আদালতের নির্দেশে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠের রাস্তা বন্ধ করতে এসে বিক্ষোভে পড়লো প্রশাসন

সেক্ষেত্রে ঘাটাল নতুন জেলার মানচিত্রে থাকবে মোট ৭ টি বিধানসভা। সেগুলি হলো ঘাটাল, দাসপুর, ডেবরা, পিংলা, সবং, কেশপুর এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা। সেক্ষেত্রে জেলার মূল কার্য্যালয়টি তৈরি হতে পারে জাতীয় সড়কের পার্শ্ববর্তী কোনো জায়গায়। আর নতুন জেলার মানচিত্রে কেবল ঘাটাল মহকুমার তিনটি থানা এলাকা থাকলে তার সদর দপ্তর হবে ঘাটাল শহরেই। তবে সবটাই এখন নবান্নের প্রাথমিক আলোচনার বিষয়ে রয়েছে। তাই আগামী দিনে নতুন জেলা ঘোষণার সাথে ঘাটালকে আলাদা জেলা হিসেবে সিলমোহর দেওয়া হয় কিনা বা দিলে সেটা মহকুমা ধরে হয় বা লোকসভা কেন্দ্র ধরে হয়, সেদিকেই নজর ঘাটালবাসীর।

ঘাটালবাসীর দাবি ঘাটাল নতুন জেলা হলে তার নমকরণে বিপ্লবী মেদিনীপুরের ইতিহাসের ছোঁয়া থাকুক। তবে নতুন জেলা নিয়ে চন্দ্রকোনাবাসীর দাবি ঘাটাল নতুন জেলা তৈরি হলে তাঁদেরকেও এর আওতায় রাখা হোক। প্রসঙ্গত,২০০২ সালে প্রশাসনিক কাজের সুবিধার জন্য মেদিনীপুর জেলাকে ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর করা হয়। ২০১৭ সালে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম মহকুমাকে ভেঙে ঝাড়গ্রাম জেলা করা হয়। এবার দুই মেদিনীপুরের ঘাটাল ও কাঁথিকে ভেঙে নতুন জেলা নিয়ে জোর জল্পনা।

আরও পড়ুন : জল নেই, শুকনো জমিতেই পুঁতে দেওয়া হচ্ছে ধানের চারা, মাথায় হাত কৃষকদের

আরও পড়ুন : মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিনিয়রদের দ্বারা দুর্ব্যবহারের অভিযোগ দিল্লিতে, বৈঠকে অ্যান্টি র‍্যাগিং কমিটি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Ghatal

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.