Home » Wooden Bridge : পশ্চিম মেদিনীপুরে বছর ঘুরলেও মেরামত হয়নি রাস্তা-কাঠের সেতু, ক্ষুব্ধ এলাকাবাসী

Wooden Bridge : পশ্চিম মেদিনীপুরে বছর ঘুরলেও মেরামত হয়নি রাস্তা-কাঠের সেতু, ক্ষুব্ধ এলাকাবাসী

by Biplabi Sabyasachi
0 comments

Wooden Bridge : গত বছরের বন্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তিনটি গুরুত্বপূর্ণ কাঠের সেতু বন্যার জলের তোড়ে ভেঙে যায়। নিত্য যাতায়াত থেকে জরুরী পরিষেবা চরম সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ২৫-৩০ টি গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল গ্রাম পঞ্চায়েতের তৈরি ৩টি কাঠের সেতু। গতবছর বন্যায় সেগুলো ভেঙে গেলেও এখনও মেরামত হয়নি। গত বছরের বন্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তিনটি গুরুত্বপূর্ণ কাঠের সেতু বন্যার জলের তোড়ে ভেঙে যায়। নিত্য যাতায়াত থেকে জরুরী পরিষেবা চরম সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ।

আরও পড়ুন : গ্রামে অনুষ্ঠান দেখতে গিয়েছিল বাড়ির সদস্যরা! সুযোগ পেয়ে পরপর ৪ টি বাড়িতে চুরি পশ্চিম মেদিনীপুরে

আবারও সামনে বর্ষা এখন পর্যন্ত কাঠের সেতু গুলি সংস্কার হয়নি। সাধারণ মানুষকে ঘর পথে জরুরি পরিষেবার জন্য হসপিটালে যেতে হয়। এই কাঠের সেতু গুলির উপর দিয়ে ২৫ থেকে ৩০ টি গ্রামের মানুষ যাতায়াত করে। নিত্য যাতায়াত থেকে জীবন-জীবিকা সমস্ত সমস্যার সম্মুখীন। সাধারণ মানুষের কাছে নেই কোন উত্তর কবে এই কাঠের সেতু গুলির সংস্কার হবে। চন্দ্রকোনা ২ ব্লকের ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুরে শিলাবতী নদীর উপর কাঠের সেতু জলের তোড়ে ভেঙে পড়ে।

আরও পড়ুন : রাজ্য কিক বক্সিংয়ে সাফল্য পূর্ব মেদিনীপুরের, ঝুলিতে ৭টি সোনা, ৮ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ

এছাড়াও ওই গ্রাম পঞ্চায়েতেরই ধরমপোতা গ্রামে কেঠিয়া ও কানা নদীর সংযোগস্থলে থাকা একটি কাঠের সেতু জলের তোড়ে ভেঙে পড়ে এবং কৃষ্ণপুর এলাকায় কেঠিয়া নদীর উপর থাকা আরও একটি কাঠের সেতু বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। নদী তীরবর্তী ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের মানুষের জরুরি পরিষেবা থেকে নিত্য প্রয়োজনীয় কাজে যাতায়াতের একমাত্র ভরসা ছিল চৈতন্যপুর ও ধরমপোতা এলাকায় গ্রাম পঞ্চায়েতের তৈরি দুটি কাঠের সেতু।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী আবাস যোজনায় ‘দুর্নীতি’-র অভিযোগ পশ্চিম মেদিনীপুরে! কাঠগড়ায় তৃণমূল নেতা

Advertisement

আরও পড়ুন : খড়্গপুর পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির ছক বানচাল, গ্রেফতার ৫ দুষ্কৃতী

বন্যায় এই দুই গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে ২৫-৩০ টি গ্রামের মানুষ।পাশাপাশি এই দুই সেতুর উপর দিয়ে চলত ছোট চারচাকার যানবাহন। বর্তমানে তা সম্পুর্ন বন্ধ।নিত্য প্রয়োজনীয় কাজে আবার জরুরি পরিষেবার ক্ষেত্রে এখন হাজারও মানুষের একমাত্র ভরসা বাঁশের সেতু । চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ জানান যথেষ্ট পঞ্চায়েত না থাকার কারণে এগুলো মেরামত হয়নি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চলতি বছরে বর্ষার আগেই যাতে মেরামত হয় সেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Wooden Bridge

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.