The midnapore court ordered the hanging of two youths and life imprisonment for the rape and murder of a college student.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ডেবরা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত দু’জনকে ফাঁসির নির্দেশ দিল মেদিনীপুর আদালত এবং এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। উল্লেখ্য, ২০২১ সালের ৩ মে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার জামনা এলাকায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন করে ওই বাড়িতে কাজ করতে আসা রাজমিস্ত্রি দুই যুবক ও এক মহিলা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সেদিন দুপুরে ওই ছাত্রীর মা ও বাবা যখন ঘুমাচ্ছিলেন তখন তাকে একা পেয়ে তাদেরই পুরনো মাটির বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনার দু’বছর পর অভিযুক্ত বিকাশ মুর্মু, ছোট মুন্ডা ও তাদের ওই কাজের সহযোগিতা করা মহিলা তপতী পাত্রর বিরুদ্ধে সাজা ঘোষণা করেন মেদিনীপুর আদালতের বিচারক। আদালতের রায়ে খুশি পরিবার। ওই ছাত্রীর মা বলেন, “দুপুরে খাওয়া-দাওয়ার পর বাসন ধোয়ার জন্য বাড়ির বাইরে পুকুর ঘাটে গিয়েছিল।
তারপর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শেষে আমার স্বামী ওই পুরোনো মাটির বাড়িতে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। সেই সময় রাজমিস্ত্রি দুই যুবক ও মহিলা পালানোর চেষ্টা করে। তাদের স্থানীয়রা আটক করে।” খবর পেয়ে আসে পিংলা থানার পুলিশ। তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : আকাশ থেকে পড়া যন্ত্র দেখতে উৎসাহীদের ভিড় চন্দ্রকোনার ক্ষেত্রপালে
আরও পড়ুন : হুলা টিমের সদস্যরা লিখিত জানালে তাদের দাবি বিবেচনা করা হবে, জানালেন বন প্রতিমন্ত্রী
সেই ঘটনার মামলা চলছিল মেদিনীপুর আদালতে। মৃত ছাত্রীর পরিবারের পক্ষে আইনজীবী দেবাশীষ দাস বলেন, “২৬ জন সাক্ষী সহ এই মামলায় প্রমাণ দেখার পর বিচারক দুই যুবকের ফাঁসির নির্দেশ দিয়েছেন এবং সহযোগী মহিলার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছেন।” মেয়ের মা বলেন, “মেয়েকে আর কোনদিন ফিরে পাবো না। কিন্তু এদের শাস্তি আরও কঠোর হলে শান্তি পেতাম।”
আরও পড়ুন : খড়্গপুরে রেল লাইনে ট্র্যাকের সংযোগস্থলে পাথর ও কাঠের টুকরো রেখে দুর্ঘটনার ছক, গ্রেফতার যুবক
আরও পড়ুন : পাঁচ লক্ষ চারা গাছ রোপণের মধ্য দিয়ে মেদিনীপুর বনবিভাগে পালিত হবে ‘বনমহোৎসব’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper