ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ফের রেল শহর খড়গপুরের রেলরই ওয়ার্কশপে ভয়াবহ আগুন। মুহুর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। জানা গিয়েছে, রেলওয়ে ওয়ার্কশপের ২৬ নম্বর ক্যারেজ শপে আজ সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে। এরপর মুহুর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে ভয়ার্ত আকার ধারণ করে। গলগল করে বের হতে থাকে ধোঁয়া। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে সেই ধোঁয়া।
আরও পড়ুন:- দীঘা জাতীয় সড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস , মৃত ২ , আহত ১৩
আরও পড়ুন:- অবৈধ সম্পর্কের জেরে পশ্চিম মেদিনীপুরে প্রতিবন্ধীকে মাথা থেঁতলে খুন, এলাকায় চাঞ্চল্য
এলাকাবাসীদের কথা অনুযায়ী কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়ায় আশপাশের বসতি এলাকায়। আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন জাতীয় সড়কের ধারের স্থানীয় বাসিন্দারা। পাওয়ার হাউসে আগুন ছড়াতে থাকায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় স্থানীয় চামরাইল এলাকার বাসিন্দাদের মধ্যে।
আরও পড়ুন:- অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত আলু, কৃষিঋণ মুকুবের দাবিতে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে
এরপর ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ওয়েল্ডিং করতে গিয়েই এই ধরনের বিপত্তি বলে প্রাথমিক অনুমান দমকলের। এবিষয়ে এক রেল কর্মী জানান, “আজ সকাল সাড়ে দশটা নাগাদ দেখি ওয়ার্কশপের ২৬ নম্বর ক্যারেজ শপের কাছে ধিকধিক করে আগুন জ্বলেছে। তখনই টের পাই আগুন লেগে গিয়েছে। গলগল করে আগুন বেরোতে থাকে। তবে দমকলের চেষ্টায় আগুন শ্রীঘ্রই নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:- বাসে ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়া না নিয়ে হয়রানি করলেই ব্যবস্থা নিবে পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহন দফতর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Fire
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: A terrible fire broke out in the railway workshop in Kharagpur. Within moments that fire spread. Due to which there was a great stir in the area. It is learned that the fire broke out at Carriage Shop No. 26 of Railway Workshop around 10.30 am today. Then in a moment that fire spread and took on a frightening shape. Smoke gushes out. The smoke spread throughout the area.
According to the locals, the sky was covered with black smoke. Terrible panic spread in the surrounding settlements for fear of spreading the fire. Panicked locals took to the streets along the national highway. Residents of the local Chamrail area feared that a large area would be without electricity due to the spread of fire in the powerhouse.
Then two fire engines arrived at the scene. The fire was brought under control in about half an hour. However, the initial estimate of the fire brigade is such a hazard while doing welding. In this regard, a railway worker said, “I saw a fire burning near Carriage Shop No. 26 of the workshop around 10.30 am today. That’s when the fire started. The fire started coming out by gurgling. However, the fire was brought under control soon by the fire brigade.