Home » ‘ ভোট পরবর্তী হিংসা ‘ খতিয়ে দেখতে আজ নন্দীগ্রামে আসছেন রাজ্যপাল

‘ ভোট পরবর্তী হিংসা ‘ খতিয়ে দেখতে আজ নন্দীগ্রামে আসছেন রাজ্যপাল

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ একুশে বিধানসভা নির্বাচন পরবর্তী কালে গণনার পর থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় হিংসা ছড়িয়ে পড়েছে। নন্দীগ্রাম তার ব্যতিক্রম নয়, নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই দলের প্রাপ্তন ক্যাবিনেট মন্ত্রী বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে হারিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন। তারপর থেকেই নন্দীগ্রামে হিংসা ছড়িয়ে পড়েছে। গত ৩রা মে বিজেপি সমর্থক দেবব্রত মাইতি কে মারধর করার ফলে তাকে কলকাতা এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ।

গতকাল মৃত্যুবরণ করেন এবং গতকাল রাতেই নন্দীগ্রামে তার মরদেহ এলে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসেন। নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তবে একুশে নির্বাচনের পরবর্তীকালে সারা রাজ্যে হিংসা ছড়িয়ে পড়েছে। রাজ্যের বিরোধী দল বিজেপি বারে বারে রাজ্যপালকে অভিযোগ করেছেন ।

তারই পরিপ্রেক্ষিতে আজ রাজ্যপাল নন্দীগ্রামে আসছেন। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদল নন্দীগ্রামে ঘুরে গেছেন এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন। আজ সকাল সাড়ে দশটায় নন্দীগ্রামে আসছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি নির্বাচন পরবর্তী সময়ে হিংসা কবলিত এলাকার মানুষদের সঙ্গে কথা বলবেন ও এলাকা পরিদর্শন করবেন বলে জানা যাচ্ছে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.