Home » Duare Police : লক্ষ্য জনগণের বিভিন্ন সমস্যার সমাধান! ঝাড়গ্রামে চালু দুয়ারে পুলিশ কর্মসূচি

Duare Police : লক্ষ্য জনগণের বিভিন্ন সমস্যার সমাধান! ঝাড়গ্রামে চালু দুয়ারে পুলিশ কর্মসূচি

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দুয়ারের সরকারের সাফল্যের পর এবার পুলিশের উদ্যোগে জঙ্গলমহলে হল দুয়ারে পুলিশ। সহায় কর্মসূচি মধ্য দিয়ে পুলিশের এই উদ্যোগ। এবার কোন সমস্যার জন্য আর থানা বা পুলিশের ফাঁড়িতে যেতে হবেনা। সহায়তার জন্য পুলিশ থাকবে মানুষের পাশে।

Duare Police

অভিনব এই কর্মসূচির উদ্বোধন হলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর মানগোবিন্দপুরে। একটি বেসরকারী রিসর্ট প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা। এই কর্মসূচীর অঙ্গ হিসাবে গ্রাম পঞ্চায়েত এলাকায় এলাকায় হবে শিবির। তার জন্য পুলিশ কর্মীদের বেশ কয়েকটি মোটর বাইক দেয়া হলো। স্কুলের ছাত্র-ছাত্রীদের বিতরণ করা হলো পড়াশোনার সামগ্রী।

Duare Police

পুলিশ-শিবির করে সহায় কর্মসূচির মাধ্যমে পরিষেবা দেওয়ার পাশাপাশি সাইবার ক্রাইম, পথ দুর্ঘটনা, সেভ ড্রাইভ সেভ লাইফ সহ বিভিন্ন দিক নিয়ে সচেতনতা মূলক প্রচার চালাবে বলে জানানো হয়েছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে সহায় প্রকল্পের এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ, ডি.এস.পি সব্যসাচী ঘোষ, সাঁকরাইল থানার ও.সি সাইফুদ্দিন আহমেদ।

পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউত, সি.আই মুকুল মিয়া সহ ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিকগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শান্তনু ভৌমিক। রাজ্য সরকারের ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে উইনার্স মহিলা বাইক টিম তৈরি হয়েছে। ঝাড়খন্ড সীমানা লাগোয়া বেলপাহাড়ীর প্রত্যন্ত এলাকায় নিরাপত্তার জন্য এই বন্দোবস্ত।

সেই ধারা বজায় রেখেই এবার জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের সহায় হতে বাইকেই পৌঁছাবে দুয়ারে পুলিশ। লক্ষ্য একটাই মানুষকে যাবতীয় প্রশাসনিক পরিষেবা বাড়িতে পৌঁছে দেওয়া, মানুষকে সচেতন করা এবং এলাকার উন্নয়নে সহযোগিতা করা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Duare Police

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.