Medinipur Sadar
বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ক্ষতির পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বনকর্মীরা। ঘটনাটি মঙ্গলবার মেদিনীপুর সদরের পলাশিয়া গ্রামের। জঙ্গল থেকে হাতিকে তাড়িয়ে কেন লোকালয়ে নিয়ে আসা হয়েছে বা তাদের জানানো হয়নি কেন সে নিয়েই ক্ষোভ সৃষ্টি হয় এলাকাবাসীর। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত মনিদহ গ্রাম পঞ্চায়েতের পলাশিয়া, এনায়েতপুর, ভ্রমরমারা, ডুমুরকোঠা এলাকায় ৫০ টি হাতির একটি দল জঙ্গল ছেড়ে লোকালয়ে নেমে পড়ে। সদ্য রোওয়া ধানের জমি পায়ে মাড়িয়ে তছনছ করে দেয়। ফলে নতুন করে ধান রোওয়া কতটা সম্ভব হবে তা নিয়ে আশঙ্কা কৃষকদের। তারা জানাচ্ছেন, বৃষ্টি সেভাবে হয়নি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ধান রোয়াতেও অনেকটা পিছিয়ে গিয়েছি। নতুন করে আবার চারা তৈরি করে ধান রোওয়া সম্ভব নয়। ফলে এই মুহূর্তে হাতির দল ক্ষতি করায় নতুন করে আর ধান রোওয়া যাবে না। হাতির দল পায়ে মাড়িয়ে নষ্ট করে দিয়েছে দিঘার উপর বিঘা জমির ধান। তবে সরকারি নিয়ম অনুসারে ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিল বনদপ্তর। সেই মতো এদিন গুড়গুড়িপাল বিট অফিসার সহ অন্যান্য বনকর্মীরা ক্ষতিগ্রস্ত জমির পরিদর্শনে যান। সেই সময় পলাশিয়া এলাকার কৃষকরা তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দা অমল দোলই, রোহিত দোলইরা বলেন, “জঙ্গল থেকে হাতি তাড়িয়ে কৃষি জমিতে নামানো হয়েছিল। জঙ্গলের হাতি জঙ্গলেই থাকুক আমরা চাই।
Medinipur Sadar
আরও পড়ুন : মেদিনীপুরে থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দিল সরকারি হোমের এক নাবালক
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
আর তাড়ানোর প্রয়োজন হলে আমাদের বন পরিচালন কমিটিকে জানানো উচিত ছিল। কিন্তু বনদপ্তর থেকে তা জানানো হয়নি। তাদের আরো অভিযোগ, এর আগে ক্ষতিগ্রস্ত কৃষকরা অনেকেই ক্ষতিপূরণ পাননি। যে পরিমাণ খরচ হয় চাষে তার অর্ধেক টাকাও ক্ষতিপূরণ হিসেবে মেলেনা। চাঁদড়া রেঞ্জের আধিকারিক সৈকত বিশ্বাস বলেন, “হাতির পাল না সরলে আরো বেশি পরিমাণ ক্ষতি হতো। প্রত্যেক কমিটিকেই জানানো হয়। এক্ষেত্রে কেন জানানো হয়নি তা খোঁজ নেওয়া হবে। ক্ষতিপূরণও সবাই পেয়ে যায়। যদি কেউ না পেয়ে থাকে অফিসে যোগাযোগ করলে বিষয়টি দেখা হবে।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur Sadar
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper