The fire is still burning in the forest of Paschim Medinipur, the administration is worried about the environment and biodiversity.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ২৪ ঘন্টারও বেশি সময় ধরে জ্বলছে জঙ্গল। আগুনে পুড়ে নষ্ট হচ্ছে হাজার হাজার ছোট চারাগাছ ও কীটপতঙ্গ। ফলে নষ্ট হচ্ছে জঙ্গলের ভারসাম্য। দুষ্কৃতিদের লাগানো আগুনে হেক্টরের পর হেক্টর পুড়ছে জঙ্গল। দাউদাউ করে জ্বলছে আগুন। এলাকাবাসী থেকে স্থানীয় প্রশাসনের তরফে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া জঙ্গলের।গড়বেতার পানিকোটর বিটের অন্তর্ভুক্ত এই হুড়হুড়িয়া জঙ্গল।জানাযায়,সোমবার দুপুর নাগাদ কেউ বা কারা এই জঙ্গলে লাগিয়ে দেয় আগুন,তারপরে মঙ্গলবার দুপুরেও জ্বলতে থাকে সেই আগুন। স্থানীয়রা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও সবটা রক্ষা করা যায়নি।যদিও এ বিষয়ে এলাকার মানুষজনের দাবী,কিছু গাছ পাচারকারী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।
Forest Fire
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে স্কুলছুটদের ফেরাতে অভিনব উদ্যোগ! দুয়ারে দুয়ারে ঘুরলেন পড়ুয়া ও শিক্ষকরা
আরও পড়ুন : শহরে টোটোর ধাক্কায় গুরুতর জখম একব্যক্তি, বেপরোয়া চলাচলে ক্ষুব্ধ শহরবাসী
এবিষয়ে ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খাঁন জানান, “কেউ বা কারা হুড়হুড়িয়া জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে। বিশালাকার এই জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ায় মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে জঙ্গলের কয়েকশো বিঘা এলাকা তা ছড়িয়ে পড়তে থাকে।এলাকার মানুষরা বিভিন্ন উপায়ে জল দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু ততক্ষণে জঙ্গলের অনেকটা জায়গায় আগুনে ভস্মীভূত হয়ে যায়।”
এখনও জঙ্গল জুড়ে দাউদাউ করে জ্বলছে আগুন। দুর্গম এলাকা এবং জঙ্গলে ঢোকার জন্য রাস্তা না থাকায় দমকল এখনও পর্যন্ত আগুন নেভানোর কাজে হাত লাগাতে পারেনি। অনুমান করা হচ্ছে জঙ্গলে কাঠ চুরি করা কিছু অসাধু চক্র রয়েছে তারাই হয়তো এই আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে যাতে পরবর্তী সময়ে জঙ্গল থেকে কাঠ চুরি করতে সুবিধা হয়। তবে বারে বারে এভাবে জঙ্গলে আগুন লাগানোর ঘটনা ঠেকাতে বনদপ্তরের উদ্যোগী হওয়ার দাবি তুলছে এলাকাবাসী।
আরও পড়ুন : মেদিনীপুরে কংসাবতী নদীর ওপর দ্রুত শুরু হবে ২৪৫ কোটি টাকা ব্যয়ে চার লেনের সেতু, পুনর্বাসনের দাবি
আরও পড়ুন : স্বাস্থ্যসাথী কার্ডে বৃদ্ধের বিশালাকার টিউমারের জটিল অপারেশন চন্ডীপুর মাল্টিস্পেশালিটি হাসপাতালে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Forest Fire
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper