ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার শিবির শুরু হচ্ছে শুক্রবার থেকে। ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদনপত্র জমা নেওয়া। তারপর ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরিষেবা প্রদান পর্ব। গতবারের তুলনায় এবারে বৃদ্ধি পেয়েছে শিবিরের সংখ্যা। জেলা শাসক খুরশীদ আলি কাদরী জানিয়েছেন, এবারে জেলায় ৫৪৪৯টি শিবির হচ্ছে। যা গতবারের তুলনায় বেশি। তার জন্য প্রস্তুতিও চূড়ান্ত। মোট ৩৫টি প্রকল্পের সুবিধা পাবেন মানুষজন বিনামূল্যে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এর মধ্যে চারটি নতুন পরিষেবাও যুক্ত হয়েছে। তার মধ্যে রয়েছে বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ, উদ্যম পোর্টালে নাম নথিভুক্তকরণ এবং হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের নাম তালিকাভুক্তিকরণ। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল বার্ধক্য ভাতা না পাওয়া নিয়ে। এবার তার সুবিধা মিলবে বলে জানিয়েছেন জেলা শাসক। তিনি বলেন, “বার্ধক্য ভাতা নিয়ে অভিযোগ ছিল। জেলায় এক লক্ষ ৪৪ হাজার আবেদন জমা পড়ে আছে। দুয়ারে সরকার শিবিরে নতুন করে আবেদন করা যাবে। যারা আগে আবেদন করেছিলেন তারা শিবিরে গিয়ে একবার যাচাই করে নিতেন পারেন, তার নাম নথিভুক্ত রয়েছে কিনা। না থাকলে নতুন করে আবেদন করতে পারেন। সকলেই সুবিধা পাবেন।”
Duare Sarkar Camp
আরও পড়ুন : বিদ্যুতে ফিক্সড ও মিনিমাম চার্জ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিদ্যুৎ গ্রাহক সমিতির
আরও পড়ুন : আদালতের নির্দেশে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠের রাস্তা বন্ধ করতে এসে বিক্ষোভে পড়লো প্রশাসন
এবারে নতুন করে সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকরা শিবিরে নাম নথিভুক্ত করতে পারবে। যে সমস্ত শ্রমিকরা রাজ্যের বাইরে বা অন্যান্য দেশে রয়েছেন, তাদের পরিবারের লোকজনও তাদের নাম নথিভুক্ত করতে পারবে। তার ফর্ম প্রতিটি দুয়ারে সরকার শিবিরে থাকবে। রাজ্য সরকার চাইছে, যে সমস্ত শ্রমিকরা বাইরে কাজে গিয়ে কোনও বিপদে পড়ছেন, তাঁদের সঠিক ক্ষতিপূরণ, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্যেও একটি ডেটা ব্যাংক তৈরি করার প্রয়োজনীয়তা রয়েছে।
এতে কি সুবিধা রয়েছে? জেলা শাসক জানিয়েছেন, “পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তার সাধারণ মৃত্যুতে ৫০ হাজার টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যু হলে ২ লক্ষ টাকা পাবেন সরকারী ভাবে। দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে ৫০ হাজার টাকা পাবেন। পাশাপাশি এই নথিভুক্তর মাধ্যমে ভিন রাজ্যে বা ভিন দেশে থাকা পরিযায়ী শ্রমিকদের কোন সমস্যা হলে তা প্রশাসন সহজেই যোগাযোগ করতে পারবে।”
আরও পড়ুন : জল নেই, শুকনো জমিতেই পুঁতে দেওয়া হচ্ছে ধানের চারা, মাথায় হাত কৃষকদের
আরও পড়ুন : মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিনিয়রদের দ্বারা দুর্ব্যবহারের অভিযোগ দিল্লিতে, বৈঠকে অ্যান্টি র্যাগিং কমিটি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Duare Sarkar Camp
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper