Flood
আরও পড়ুন ঃ– পশ্চিম মেদিনীপুর জেলায় ছাত্র-ছাত্রীরা পেল Student Credit Card-এ ঋণের টাকা
আরও পড়ুন ঃ– রাতারাতি কোটিপতি!১৫০ টাকা খরচ করে ১ কোটির মালিক খেজুরির যুবক
পত্রিকা প্রতিনিধি: বন্যায় পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলায় সব মিলিয়ে ক্ষতি এক হাজার কোটি টাকা। প্রবল বর্ষণ আর জলাধার থেকে ছাড়া জলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল (Ghatal), দাসপুর (Daspur), কেশপুর (Keshpur), মেদিনীপুর (Midnapore) সদর (Sadar) সহ বিস্তীর্ণ এলাকা ডুবেছিল জলে। ঘরবাড়ি ভাঙ্গার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে কৃষিজমির। মৃত্যুও হয়েছে অনেকের। পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘাটালের বেশকিছু এলাকা এখনও জলের তলায়। মেদিনীপুর গ্রামীণে নদীর পাড় ধ্বসে কয়েকশ বিঘা জমি নদীগর্ভে। সমস্ত ক্ষয়ক্ষতির তালিকাও তৈরি করছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলায় কৃষিতে ৬৫০ কোটি টাকা সহ মোট এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা শাসক রশ্মি কমল (Rashmi Kamal)। তিনি জানিয়েছেন, আংশিক এবং সম্পূর্ণ ক্ষতি মিলিয়ে এই পরিমাণ।
আরও পড়ুন ঃ– করোনা বিধি শিকেয়, মেদিনীপুর শহরে ‘লক্ষ্মীর ভান্ডারে’ উপচে পড়ছে ভিড়
এমনকি বৃষ্টির জল জমে মাটিরও ক্ষতি হয়েছে অনেক জমিতে। যার ফলে জল কমলেও অনেকে এবারে চাষ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে সেই তালিকা তৈরি শুরু করেছে কৃষি দপ্তর। ইতিমধ্যে টাক্সফোর্স এলাকা পরিদর্শন করে গিয়েছে। বিভিন্ন জায়গায় ছোট কাঠের ব্রিজ প্রয়োজন হলে তা তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার তালিকাও তৈরি হচ্ছে। জেলা শাসক জানান, কৃষিতে ৬৫০ কোটি টাকা ক্ষতির পাশাপাশি বাড়িঘর ভেঙে পড়েছে বহু। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে কুড়িজনের। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে রাস্তাঘাট, বাঁধ মেরামত, কাঠের ছোট ব্রীজ তৈরি সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন ঃ– ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ফর্ম তুলতে ‘দুয়ারে সরকার’ শিবিরে ভিড় পশ্চিম মেদিনীপুরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Flood
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore