Home » District Magistrate : বদলি হলেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলাশাসক

District Magistrate : বদলি হলেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলাশাসক

by Biplabi Sabyasachi
0 comments

District Magistrate: রাজ্য জুড়ে প্রশাসনিক স্তরে একাধিক আধিকারিকের রদবদল করা হল। পশ্চিম মেদিনীপুরে রশ্মি কমলের বদলে এলেন আয়েশা রানি। ঝাড়গ্রামে জয়শী দাশগুপ্তের বদলে এলেন সুনীল আগরওয়াল।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী অনলাইন : রাজ্য জুড়ে প্রশাসনিক স্তরে একাধিক আধিকারিকের রদবদল করা হল। এর মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মালদা, হাওড়া ও দুই দিনাজপুরের একাধিক প্রশাসনিক আধিকারিকরা। বদলির এই নির্দেশ ঘিরে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের পরেই বদলি হলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল।

আরও পড়ুন : মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গলে গাছ কেটে পাচার, ধৃত ১

Paschim Medinipur District Magistrate
পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক আয়েশা রানি। ফাইল চিত্র

জেলার নতুন জেলাশাসক হচ্ছেন আয়েশা রানি।বৃহস্পতিবার এই বদলির নির্দেশ হয়েছে।রশ্মি এক সময়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ছিলেন। লোকসভা ভোটের আগে তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে ডব্লুবিআইডিসি-র এগজিকিউটিভ ডিরেক্টর করা হয়। ফের জেলাশাসকের দায়িত্বে ফিরেছিলেন পশ্চিম মেদিনীপুরে। তাঁকে বদলি করে ডি.এল.আর.এস , পশ্চিমবঙ্গের দায়িত্বে দেওয়া হল।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চাঁদা তোলা নিয়ে জনতা-পুলিশ খন্ডযুদ্ধ, আহত দুপক্ষের একাধিক

District Magistrate

District Magistrate
বদলি হলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল। ফাইল চিত্র

আয়েশা রানি দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ছিলেন। তাঁকে নতুন করে মেদিনীপুর জেলাশাসকের দায়িত্বে আনা হচ্ছে। অপরদিকে জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের জেলাশাসক জয়সী দাশগুপ্তকে বদলি করা হয়েছে। তাঁকে স্পেশাল সেক্রেটারি, এ.আর.ডি-র দায়িত্বে দেওয়া হল। জয়সীর বদলে ঝাড়গ্রামে নতুন জেলাশাসক হলেন সুনীল আগরওয়াল । তিনি পূর্বে অতিরিক্ত সচীব ছিলেন খাদ্য ও সরবরাহ দফতরের উত্তরকন্যার দায়িত্বে।

আরও পড়ুন : ডাকাতির আগেই খড়্গপুরে গ্রেফতার দুস্কৃতিরা, হোটেল থেকে গ্রেফতার দুই ছদ্মবেশী

Jhargram District Magistrate
বদলি হলেন ঝাড়গ্রামের জেলাশাসক জয়শী দাশগুপ্ত। ফাইল চিত্র

এদিকে মালদহের জেলাশাসক করে পাঠানো হয়েছে নিতিন সিঙ্ঘানিয়াকে। তাছাড়া একাধিক গুরুত্বপূর্ণ দফতরের সচিবও বদল করেছে নবান্ন। যেমন মৎস সচিব করা হয়েছে অরবিন্দ সিংকে। পর্যটন সচিব পদে আনা হয়েছে সৌমিত্র মোহনকে। আদিবাসী উন্নয় দফতরের সচিব করা হয়েছে ছোটেন ডি লামাকে।জেলা সফর থেকে ফিরেই প্রশাসনে বড় ঝাঁকুনি দিলেন মমতা।

আরও পড়ুন : মেদিনীপুর সদরে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পরিবারের বিরুদ্ধে

প্রসঙ্গত, বাঁকুড়া ও পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে আদিবাসী উন্নয়নের কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাছাড়া এই জেলাগুলিতে পর্যটনের সম্ভাবনা বিকশিত করার কথাও বলেছিলেন তিনি। এই সমস্ত দফতরের সচিবকে বদলে দিলেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক সহ মোট ২৪ জন আমলাকে বদলি করা হল।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

District Magistrate

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.