পত্রিকা প্রতিনিধিঃ দীর্ঘ জল্পনার পর দিল্লি থেকে বিজেপির প্রথম ২ দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হল শনিবার। মোদির ব্রিগেডের আগেই প্রার্থী তালিকা বিজেপির। আগামীকাল, বিজেপির ব্রিগেড সমাবেশ। আর সেখানে মূল আকর্ষণ অবশ্যই নরেন্দ্র মোদি। আগামীকাল বিজেপির ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। গেরুয়া শিবির সূত্রে খবর ছিল, মোদির ব্রিগেড সমাবেশের পরই প্রথম দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করার কথা ছিল বিজেপির। কিন্তু এদিন বিকেলে সিদ্ধান্ত নেওয়া হয়, এদিনই প্রথম দুদফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রথম দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৃহস্পতিবার দিল্লিতে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন অমিত শাহও। তবে এর আগে রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক শিবপ্রকাশের বাড়িতেও প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে বৈঠক করেন কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারীরা। বিজেপি সূত্রের খবর, নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। খড়গপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করা নিয়ে জল্পনা। কিন্তু, শনিবার বিকেলে সিদ্ধান্ত নেওয়া হয়, এদিনই প্রথম দুদফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির প্রার্থী হলেন-
১। পশ্চিম পাঁশকুড়া বিধানসভা – সিন্টু সেনাপতি , ২। পূর্ব পাঁশকুড়া বিধানসভা –
দেবব্রত পট্টনায়ক, ৩ । ময়না বিধানসভা – অশোক দিন্ডা, ৪। তমলুক বিধানসভা – ডঃ হরেকৃষ্ণ বেরা,৫। নন্দকুমার বিধানসভা – নীলাঞ্জন অধিকারী, ৬। হলদিয়া বিধানসভা – তাপসী মন্ডল, ৭। মহিষাদল বিধানসভা – বিশ্বনাথ বন্দোপাধ্যায়৮। নন্দীগ্রাম বিধানসভা – শুভেন্দু অধিকারী, ৯। চন্ডিপুর বিধানসভা – পুলক কান্তি গুড়িয়া, ১০। খেজুরী বিধানসভা – শান্তনু প্রামানিক, ১১। ভগবানপুর বিধানসভা – রবীন্দ্রনাথ মাইতি, ১২। পটাশপুর বিধানসভা – অম্বুজাক্ষ মহান্তি , ১৩। এগরা বিধানসভা- অরুপ দাশ, ১৪। দক্ষিণ কাঁথি বিধানসভাঅরূপ কুমার দাস ১৫। উত্তর কাঁথির বিধানসভা- সুনীতা সিংহ , ১৬।রামনগর বিধানসভা- স্বদেশরঞ্জন নায়েক
পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির প্রার্থী হলেন-
১। মেদিনীপুর – শমীত দাস, ২। খড়গপুর গ্রামীণ – দিলীপ ঘোষ ( সম্ভাব্য ), ৩। খড়গপুর সদর – তপন ভূঞ্যা, ৪। নারায়ণগড় – রমা প্রসাদ গিরি, ৫। দাসপুর – প্রশান্ত বেরা, ৬। ডেবরা – ভারতী ঘোষ, ৭। ঘাটাল – শীতল কাপট, ৮। কেশপুর – প্রীতিশ রঞ্জন কুয়াড়, ৯। শালবনী – রাজীব কুন্ডু, ১০। গড়বেতা – মদন রুইদাস, ১১। চদ্রকোনা – শিবরাম দাস, ১২। পিংলা – অন্তরা ভট্টাচার্য্য, ১৩। সবং – অমূল্য মাইতি, ১৪। কেশিয়াড়ী – প্রীতিশ রঞ্জন কুয়াড়, ১৫। দাঁতন – শক্তিপদ নায়েক
ঝাড়গ্রাম জেলার বিজেপির প্রার্থী হলেন-
১। নয়াগ্রাম বিধানসভা – বকুল মুর্মূ, ২। গোপীবল্লভপুর বিধানসভা -সঞ্জীব মাহাত,৩।
ঝাড়গ্ৰাম বিধানসভা – সুকুমার শতপতি ,৪। বিনপুর বিধানসভা – পালন সোরেন