Home » শালবনী কোভিড হাসপাতালে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা

শালবনী কোভিড হাসপাতালে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: ফের শিরোনামে শালবনীর লেভেল ৪ কোভিড হাসপাতাল।হাসপাতালের সামনে রবিবার বিকেল থেকেই বিক্ষোভ দেখালেন করোনা যুদ্ধের প্রথম সারিতে থাকা যোদ্ধারা।তাদের অভিযোগ শালবনী কোভিড হাসপাতালের হাউস কিপার হিসেবে নিযুক্ত অস্থায়ী কর্মীদের ওয়ার্ড বয়, টেকনিশিয়ান, নার্সিং স্টাফদের সমস্ত কাজ করানো হচ্ছে। বিক্ষোভে সামিল হয়েছিলেন শালবনী কোভিড হাসপাতালের ৯৯ জন অস্থায়ী কর্মী। Salboni, Salboni, Salboni Covid Hospital

এছাড়াও তাঁরা আরও অভিযোগ জানান, সামনেই পুজো, কিন্তু এখনও পর্যন্ত তাদের বেতন ও পুজোর বোনাস নিয়েও তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা বিষয় গুলি হাসপাতাল সুপারকে বারবার জানানোর পরেও তাদের সমস্যার সমাধানের ব্যাপারে কোনো সদুত্তর মেলেনি বলে বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হন অস্থায়ী কর্মীরা। তাই আজ আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন, ভবিষ্যতে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান এক অস্থায়ী কর্মী। হাসপাতাল সুপার নবকুমার দাস জানান, “এই বিষয় নিয়ে উর্দ্ধতনের সাথে কথা হয়েছে, যথা শীঘ্রই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।”

আরও পড়ুন- যুবকের অস্বাভাবিক মৃত্যু নারায়ণগড়ে,জল থেকে উদ্ধার মৃতদেহ

শালবনীর কোভিড হাসপাতালে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

বিশেষ সূত্রের খবর, যখন প্রাথমিক অবস্থায় করোনা হাসপাতাল শুরু হয় সেই সময় ১৫০ সজ্জা দিয়ে শুরু হয় চিকিৎসা। সরকারি নিয়ম অনুসারে ১৫০ শয্যার জন্য ৯০ জন সিকিউরিটি ক্যাভেনযার ও ৯ জন আই সি ইউ এর জন্য মোট ৯৯ নিযুক্ত করা হয়।এছাড়াও ১৯ জন মেনটেনেন্স এর জন্য কর্মী যারা আগে থেকেই ছিল তাদের অনুমোদন প্রদান করা হয়। কিন্তু যেহেতু আগের থেকেই হাসপাতলে ১৩৮ জন সিকিউরিটি ক্যাভেনযার নিযুক্ত ছিল তাই ৯৯ জনের জন্য বরাদ্দ অর্থই ১৩৮ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়।পরবর্তী সময়ে দশজন কাজ ছেড়ে দেয়, অর্থাৎ বর্তমানে ৯৯ জন এর অর্থ ১২৮ জন এরমধ্যে বন্টিত হচ্ছে। বর্তমানে হাসপাতাল ২০০ বেডের হলেও সরকারি নিয়মানুসারে ৩০ জনের অনুমোদন আর বাড়ানো হয়নি । এবং এই বিষয়টি স্থানীয় এজেন্সির মাধ্যমে হওয়ার কারণে সঠিকভাবে পরিচালিত হচ্ছে না ।ইতিপূর্বে সুপার স্পেশালিটি হাসপাতাল শুরু থেকেই এই বিষয়টি সরাসরি স্বাস্থ্য ভবন থেকে এজেন্সি নিয়োগের মাধ্যমে পরিচালিত হতো বলে জানা যায় হাসপাতাল সূত্রে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.