0
পত্রিকা প্রতিনিধিঃ মূখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় ঘোষনা করেছিলেন রাজ্যজুড়ে প্রতিটি স্টেশানে বিক্ষোভের জন্য।সেইমতোই মঙ্গলবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন রেলস্টেশনে রেলের বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করল তৃণমূল কংগ্রেস।পর্ব মেদিনীপুর তমলুক রেল স্টেশনে অবস্থান বিক্ষোভে সামিল হয় রাজ্যের পরিবহন ও সেচ-জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী।প্রসঙ্গত,কেন্দ্র সরকারের তরফে রেলকে বেসরকারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আর এই সিদ্ধান্তের প্রতিবাদে শাসক দল তৃণমূলের তরফে মঙ্গলবার রাজ্যজুড়ে প্রতিটি স্টেশনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির চলছে।সেইমতো এদিন পূর্ব মেদিনীপুরের তমলুক সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুরু অবস্থান-বিক্ষোভ কর্মসূচি।