Amit Shah with Shuvendu in Medinipur
আরও পড়ুন ঃ-শুভেন্দুর ফ্লেক্সে জুতোর মালা পরিয়ে ‘জুতা পেটা’, নন্দীগ্রামে ক্ষোভ শহিদ পরিবারের
পত্রিকা প্রতিনিধি: স্বাধীনতা সংগ্ৰামের মূল পীঠষ্ঠান মেদিনীপুর। আর সেই মেদিনীপুরে বিজেপির ঐতিহাসিক সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হাত ধরে শনিবার শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান। অমিত শাহের সভাতেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখাবেন সদ্য প্রাক্তন এই তৃণমূল নেতা। সূত্রের খবর, শাহের সঙ্গে একই চপারে নামবেন শুভেন্দু। ওই সভাতেই শুভেন্দুর সঙ্গে ১০ জন বিধায়ক যোগ দেবেন বলে দাবি শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রের।
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান এখন নাকি সময়ের অপেক্ষা। শনিবারেই সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে বলে সূত্রের খবর। বর্তমানে দিল্লিতে রয়েছেন শুভেন্দু। মেদিনীপুর কলেজ মাঠে সভা রয়েছে অমিত শাহের। সূত্রের খবর, কপ্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সহযাত্রী হবেন শুভেন্দু অধিকারী। তারপর সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন তিনি। শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রে খবর, অন্তত ১০ জন তৃণমূল বিধায়ক শনিবার দল ছাড়বেন। হাতে তুলে নেবেন পদ্মপতাকা। আর তা নিয়ে রাজনীতিতে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা।
এদিকে বৃহস্পতিবার বিধানসভার স্পিকারের সচিবালয়ে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা করেছেন শুভেন্দু অধিকারী ।পরবর্তীকালে তিনি ইমেল করেও ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে জানা যায় । তবে শুভেন্দু পদত্যাগপত্র এখনো পর্যন্ত গ্রহণ হয়নি বলে জানানো হয়েছে । বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি সন্তুষ্ট না হলে ইস্তফা গ্রহণ করতে পারব না । ভারতীয় সংবিধান এবং পশ্চিমবঙ্গের বিধানসভার নিয়ম পর্যালোচনা করে দেখেছি, একজন সদস্য পদত্যাগ করতে চাইলে স্পিকারের সামনে হাজির হতে হবে।
পাশাপাশি ইমেলের মাধ্যমে পাঠানো ইস্তফাপত্রে তারিখের কোনও উল্লেখ ছিল না । চিঠিতে কোনো তারিখ নেই । তাই আমার পক্ষে এই ইস্তফাপত্র গ্রহণ করা অসম্ভব। আগামী সোমবার দুপুর দুটো নাগাদ শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে জানা গিয়েছে সেখানে শুভেন্দু সশরীরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর ইস্তফা দেবেন ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Amit Shah with Shuvendu in Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore