Home » মহিষাদলের গেঁওখালীতে আটক সন্দেহভাজন ট্রলার

মহিষাদলের গেঁওখালীতে আটক সন্দেহভাজন ট্রলার

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: হলদিয়া কোস্ট গার্ডের তৎপরতায় একটি সন্দেহভাজন ট্রলার পাকড়াও হয়েছে পূর্ব মেদিনীপুরের গেঁওখালীতে। সোমবার সকালে রূপনারায়ণ ও হুগলীর সংযোগস্থলে কোস্ট গার্ড-এর দুটি হোভারক্র্যাফট তাড়া করে ওই ট্রলারটিকে পাকড়াও করতে সমর্থ হয়েছে।আপাতত তাদের খোঁজে এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। ট্রলার থেকে অনেক মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে উপকূলরক্ষীরা। Geonkhali, Geonkhali, latest bengali news, purba medinipur news, biplabi sabyasachi dailuy newspaper, bengal news

আরও পড়ুন- প্রসূতির করোনা পজিটিভ ,ভর্তি নিতে গড়িমসি ,দীর্ঘক্ষন যন্ত্রনায় কাতরালেন মাতৃমার গেটে

রূপনারায়ণ ও হুগলীর সংযোগস্থলে কোস্ট গার্ড-এর দুটি হোভারক্র্যাফট, ছবি- শুভম সিং

জানা গিয়েছে,হলদিয়া উপকূলরক্ষীবাহিনীর তরফে জানানো হয়েছে গতকাল অর্থাৎ রবিবার রাতে রূপনারায়ণ, দামদোর এবং হলদি নদীর সংযোগস্থলে একটি ট্রলার রহস্যজনক ভাবে ঘোরাফেরা করছিল।সেই সময় রাতের অন্ধকারে টহল দিচ্ছিল হলদিয়া কোস্ট গার্ডের হভারক্রাফট। সেখান থেকেই দূরবীনের সাহায্যে এই ট্রলারের সন্দেহজনক গতিবিধি নজরে আসে রক্ষীদের। প্রাথমিক ভাবে তাদের সন্দেহ হয় সম্ভবত এই ট্রলার জলদস্যুদের। ট্রলারের গতিবিধি ভাল করে লক্ষ্য করার জন্য হভারক্রাফট নিয়ে এগিয়ে যান উপকূলরক্ষী বাহিনীর নিরাপত্তাকর্মীরা।

আরও পড়ুন- বেলদায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির

মহিষাদলের গেঁওখালীতে পাকড়াও সন্দেহভাজন ট্রলার,ছবি- শুভম সিং


এদিকে হলদিয়া কোস্ট গার্ডের হভারক্রাফটের শব্দ পেয়েই ট্রলারের গতি বাড়িয়ে চম্পট দেয় জলদস্যুরা। তবে গতি বাড়ালেও বেশিদূর যেতে পারেনি তারা। পূর্ব মেদিনীপুরের গেঁওখালির পাড়ে একটি ঝোপের আড়ালে ট্রলার লুকিয়ে রাখে তারা। তবে ট্রলার লুকিয়ে রাখলেও জলদস্যুরা নিজেরা ওই এলাকা থেকে চম্পট দেয়। আজ সকালে ট্রলারটি উদ্ধার করেছে উপকূলরক্ষীরা।ট্রলারটিতে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে রাখা হয়েছে।উপকূলরক্ষী বাহিনীকে ধোঁকা দিতে পরিকল্পিত ভাবে এই কাজ করেছে দুষ্কৃতীরা।
ট্রলারে প্রচুর মূল্যবান জিনিস রয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা। আপাতত ট্রলারটিতে তল্লাশি চালাচ্ছেন প্রায় ৬০ জন কোস্ট গার্ডের একটি দল। তাদের অনুমান, সম্ভবত, রাতের অন্ধকারে চুপিসারে এসে ট্রলার সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল জলদস্যুদের।
এই জলদস্যুরা আশেপাশেই কোথাও লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করছেন হলদিয়া কোস্ট গার্ডের রক্ষীরা। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি এই দুষ্কৃতীরা মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটিয়ে থাকে।এর সাথে স্থানীয় কিছু মানুষ জড়িত বলেন তাঁদের ধারনা।এবিষয়ে জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব বলেন,হলদিয়া কোস্ট গার্ড ঘটনাটি নিয়ে তদন্ত করছে।তবে তাদের প্রত্যেকের ভারতীয় আধারকার্ড রয়েছে ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.