Students have to pay rupees 50 to take Sabooj Sathi Cycle! Accused school in Paschim Medinipur.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : স্কুল থেকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিতে গিয়ে পড়ুয়াদের দিতে হচ্ছে ৫০ টাকা। ঘটনায় ছাত্রদের বিক্ষোভের মুখে পড়ে অবশেষে টাকা ফেরত দিতে বাধ্য হল স্কুল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের মহেশপুর উচ্চ বিদ্যালয়ের। বুধবার থেকে মহেশপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে সবুজ সাথীর সাইকেল। আর সেই সাইকেল নিতে গেলে দিতে হচ্ছে ৫০ টাকা এমনই অভিযোগ স্কুলের পড়ুয়াদের।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কিন্তু ছাত্র পিছু ৫০ টাকা করে কেন নেওয়া হচ্ছে? স্কুল সূত্রে খবর,অন্যত্র থেকে স্কুলে সাইকেলগুলি আনতে যে খরচ হয়েছে সে খরচ বাবদ নেওয়া হচ্ছিল টাকা। টাকা নেওয়া প্রসঙ্গে আজ সকাল থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন স্কুলের টিআইসি (Teacher-In-Charge) ঝন্টু কুমার রায়।বেশ কিছুক্ষণ স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল গেটের সামনে আন্দোলন করলে স্কুলের টি.আই.সি তাদের খাতির যত্ন করে নিয়ে যায় স্কুলের ভেতর। এই টাকা নেওয়ার প্রসঙ্গটি আজ ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা ব্লকের বিডিওকে জানিয়েছেন বলে তারা জানান।
যদিও শেষমেশ স্কুলের প্রধান শিক্ষক বলেন,কয়েকজন ছাত্রের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা ফেরত করে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের থেকে অভিযোগ পেয়ে স্কুলকে প্রয়োজনীয় নির্দেশ দেন বিডিও অমিত ঘোষ আর তারপরই তড়িঘড়ি যেসব ছাত্রদের কাছে সবুজ সাথী সাইকেলের জন্য টাকা নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দেওয়া হয় বলে জানা যায়। যদিও এই বিষয়ে চন্দ্রকোনা-২ ব্লকের বিডিও অমিত ঘোষ জানান,সবুজ সাথী প্রকল্পের সাইকেলের জন্য টাকা নেওয়ার বিষয়টি ছাত্র-ছাত্রীরা জানিয়েছে। আমি বিষয়টি দেখছি।এটা সরকারি প্রকল্প কোনো টাকা নেওয়া যায় না।”
আরও পড়ুন : কলাইকুন্ডা ও মানিকপাড়ায় তাণ্ডব চালানো হাতির পাল ঘিরে আতঙ্ক মেদিনীপুর সদরে, হুলা টিমকে ঘিরে বিক্ষোভ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Sabooj Sathi Cycle
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper