বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আসন্ন স্কুল সার্ভিস কমিশনের SLST পরীক্ষার আগে সামাজিক মাধ্যমে ভুয়ো প্রচারের অভিযোগে গ্রেফতার এক যুবক। পুলিশের নজরে আসে, Arindam Pal নামে এক ব্যক্তি ফেসবুকে দাবি করেছে যে, পরীক্ষার দুদিন আগে সে প্রশ্নপত্র ও উত্তরপত্র পাইয়ে দিতে পারবে। ওই ব্যক্তি নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলে পরিচয় দিলেও তদন্তে জানা যায়, সে আসলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মাংরুল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : মেদিনীপুরে মহিলা থানায় পড়ুয়া মারধরে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ, খারিজ রাজ্য সরকারের আবেদন
জেলা পুলিশের তদন্তে আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত।


পুলিশের দাবি, আগামী ৭ই ও ১৪ই সেপ্টেম্বরের স্কুল সার্ভিস কমিশনের SLST পরীক্ষা ঘিরে প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে এবং পরীক্ষা ব্যবস্থাকে কলুষিত করার উদ্দেশ্যেই এই ভুয়ো প্রচার চালানো হচ্ছিল।

অভিযুক্তকে ইতিমধ্যেই শনাক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Exam leak
Biplabi Sabyasachi Largest Bengali Newspape