ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় প্রায় 300 জনের। আহত কয়েকশো। তাঁদের মধ্যে মেদিনীপুর হাসপাতালে এখনও ভর্তি 61 জন। রয়েছেন বিহারের বাসিন্দারাও। মঙ্গলবার তাদের দেখতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। কেউ কাজের খোঁজে, কেউ বা চিকিৎসা করাতে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। যাতায়াতের পথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় মেদিনীপুর হাসপাতালে ভর্তি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তাঁদের মধ্যে কেউ কেউ আর যেতে চান না, কেউ আবার সংসার চালাতে রোজগারের উদ্দেশ্যে আবার যাবেন ভিন রাজ্যে। এমনই মুর্শিদাবাদের যুবক শাহিন আলম প্রথমবার চেন্নাই যাচ্ছিলেন হোটেলের কাজ করতে। ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি। মুখ্যমন্ত্রী খোঁজ নেন শারীরিক অসুবিধার। আশ্বাস দিয়েছেন সরকারি ক্ষতিপূরণেরও। তবে তিনি জানান, “প্রথমবার চেন্নাই যাচ্ছিলাম হোটেলে কাজ করতে।
Balasore Train Accident
আরও পড়ুন : চার বছরের ডিগ্রি কোর্স করার প্রতিবাদে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ডিএসও-র
আরও পড়ুন : আজ জগন্নাথ দেবের পুণ্য স্নানযাত্রা! আর রথ মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু
ট্রেনের যাত্রার অভিজ্ঞতা এতটাই খারাপ প্রথমবারে, যে আর কোন দিন বাইরে কাজে যাব না, বাড়িতেই থাকব।” পশ্চিম মেদিনীপুরে পিংলার বাসিন্দা উত্তম মান্না বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন যতটা পারি সাহায্য করবো।” তবে তাঁর আক্ষেপ, পরিবারে এক ছেলে ও মেয়ে প্রতিবন্ধী। তার ওপরই নির্ভর করে চলে সংসার। কবে সুস্থ হবেন এবং সংসার চলবে কি করে সে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। অথচ তাঁর কাজের বিষয়ে মুখ্যমন্ত্রী কোন খোঁজ খবরই নেননি বলে তিনি জানান।
ব্যাঙ্গালোরে দু’বছর ধরে চটের কাজ করেন তিনি। এখানে কাজ না পেলে আবার তিনি ব্যাঙ্গালোরে যেতে বাধ্য হবেন বলে জানান। অন্যদিকে মুর্শিদাবাদের যুবক হায়দার শেখ জানান, প্রথমবার চেন্নাই যাচ্ছিলাম হোটেলে কাজ করতে। বাড়িতে অভাব, ফলে কাজের খোঁজে ভিন রাজ্যেই পাড়ি দিতে হয়েছে। তবে পরবর্তীতে তিনি আর যাবেন কিনা সে প্রশ্নের উত্তরে বলেন, “ঘরে আর্থিক অভাব রয়েছে। এখানে সেই ভাবে কাজ মিলছে না। ফলে সুস্থ হয়ে আবার যেতে হবে।”
আরও পড়ুন : আজ জগন্নাথ দেবের পুণ্য স্নানযাত্রা! আর রথ মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Balasore Train Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper