ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : লোকালয় থেকে দু’কিলোমিটার দূরে গভীর জঙ্গলে শাল গাছ কাটা হচ্ছিল বনদপ্তরের পক্ষ থেকে (বন দফতরের ভাষায় ফেলিং)। ৫ হেক্টর জঙ্গল কাটার কথা থাকলেও দেড় হেক্টর কাটা হয়েছিল। পড়ে থাকা গাছের গুড়ি এবং ডালপালায় আগুন লাগিয়ে দেয় কেউ বা কারা। ঘটনাটি মঙ্গলবার রাতে গুড়গুড়িপালের শালিকায়। পরের দিন সকালে গিয়ে বনকর্মী ও গ্রামবাসীরা দেখতে পান।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
অভিযোগ জানাই গুড়গুড়িপাল থানায়। জানা গিয়েছে, পরপর দু’দিন ধরে কেউ বা কারা শালিকার জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়দের চেষ্টায় নিভলেও, মঙ্গলবার রাতে শেষ রক্ষা হয়নি। কেটে রাখা গাছের গুড়ি ও শুকনো ডালপালাতে আগুন লেগে সব পুড়ে যায়। বন দফতর থেকে জানা গিয়েছে, কিছু উদ্ধার করা সম্ভব হলেও লক্ষাধিক টাকার কাঠ পুড়ে গিয়েছে। গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Gurguripal
স্থানীয় বন সুরক্ষা কমিটির সম্পাদক গৌতম বিষই বলেন, “ঐদিন বিকেল থেকেই জঙ্গলে আগুন লাগানোর ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন গিয়ে তা নিভিয়ে দেন। সন্ধ্যার সময় ফের আগুন জ্বলতে দেখা যায়। বনকর্মীরা নিভিয়ে রাত্রি ৮ টার সময় ফিরে আসেন। গভীর রাতে কেউ বা কার ফের আগুন লাগিয়ে দেয়।পরের দিন সকালে গিয়ে দেখা যায় সমস্ত কাটা গাছ এবং ডালপালা পুড়ে গিয়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।” জঙ্গলের গাছ বিক্রি থেকে বন সুরক্ষা কমিটির সদস্যরা ৪০ শতাংশ ভাগ পান। এবার তাদেরও মাথায় হাত।
আরও পড়ুন : অষ্টম প্রহর অনুষ্ঠানের বাজার করতে বেরিয়ে মেদিনীপুর শহরে মালগাড়ি ধাক্কায় মৃত্যু হল যুবকের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Gurguripal
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper