Demand of open School College
আরও পড়ুন ঃ– বাইক পাচার চক্রের হদিস,কাঁথি পুলিশের জালে আন্তঃরাজ্যের ৩ পান্ডা সহ ১০ টি বাইক উদ্ধার
পত্রিকা প্রতিনিধি: অনলাইন নয়, অফলাইনে শুরু হোক পঠন-পাঠন, এই দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুর কলেজের (Medinipur College)সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাল ছাত্র সংগঠন এসএফআই( SFI)।করোনার (Corona)জেরে বহুদিন বন্ধ স্কুল-কলেজ। অনলাইনে পড়াশোনা চললেও গ্রামাঞ্চলের বহু ছাত্র-ছাত্রী বঞ্চিত। বর্তমানে করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও কবে খুলবে স্কুল-কলেজ তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও পুজোর পর স্কুল খোলার ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে তৃতীয় ঢেউ(Corona Third Wave) আসতে পারে বলেও সম্ভাবনা।
আরও পড়ুন ঃ– আজকের পত্রিকা – ১২ আগষ্ট ২০২১, বাঃ – ২৬ শ্রাবণ ১৪২৮
ফলে স্কুল-কলেজ খোলা নিয়ে সংশয় রয়েছে। বৃহস্পতিবার পথে বসে পঠন-পাঠনের মাধ্যমে স্কুল-কলেজ খোলার দাবিতে বিক্ষোভ দেখাল ছাত্র সংগঠন এসএফআই। দেখা গিয়েছে, সংগঠনের কর্মী সমর্থকরা রাস্তায় বই খুলে বসে রয়েছেন এবং কলেজের অধ্যাপক ও স্কুলের শিক্ষকরা তাঁদের পড়াচ্ছেন। এদিন নেতৃত্ব দেন ছাত্র নেতা সুকুমার মাজী(Sukumar Majee)। তার বক্তব্য, করোনা সংক্রমণ কমলেও স্কুল-কলেজ খোলার কোনো পদক্ষেপ নিচ্ছে না রাজ্য সরকার। দ্রুত খোলার দাবিতে বিক্ষোভ। দাবি জানিয়েছি, অনলাইন নয়, অফলাইনে হোক পড়াশোনা।
আরও পড়ুন ঃ– আজকের রাশিফল – ১২ আগষ্ট ২০২১, বাঃ – ২৬ শ্রাবণ ১৪২৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Demand of open School College
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore