Rathyatra News
আরও পড়ুন ঃ–খেজুরিতে ফের তাজা বোমা উদ্ধার , শুরু রাজনৈতিক তরজা
পত্রিকা প্রতিনিধি: করোনার দ্বিতীয় ঢেউ এখনও দাপিয়ে বেড়াচ্ছে পশ্চিম মেদিনীপুরে। নিয়মানুযায়ী কিছু কিছু দোকানপাট, অফিস খুললেও গড়বে রথের চাকা। চাকা না গড়ায় মন্দা কাঠের রথ বিক্রির বাজার। গতো বছরের মতো এবারও করোনার জন্য মেদিনীপুর শহরে রথের শোভাযাত্রা হচ্ছে না, হবে না রথের মেলাও। তাই রথ বিক্রির পসরাও বসবে না।
এই অবস্থায় মাথায় হাত কাঠের রথ তৈরি শিল্পীদের। শহরের বেশ কিছু জায়গায় কাঠের রথ তৈরি হয়ে থাকে। শহরের ভোলা ময়রা চকের কাঠের রথের শিল্পী রিন্টু সিনহা বলেন, তিন চার মাস আগে ভেবে ছিলাম এবার অন্তত রথের শোভাযাত্রা বা মেলা হবে তাই অনেক টাকার উপকরণ কিনে রথ তৈরি করেছি। কিন্তু করোনার জন্য সব শেষ হয়ে গেলো। এতোগুলো রথ কি করবো সেটাই বুঝে উঠতে পারছি না।
রিন্টুর কথায়, “রথের বিক্রির উপরে এ বার বড় ভরসা ছিল। অন্য বার অন্তত এক হাজার রথ তৈরির বায়না থাকে, এ বার এসেছে মোটে দু’শোটি।”রিন্টুজানান, পাইকারি দরে একতলা রথের দাম ৬০ টাকা। দোতলা এবং তিনতলা রথের দাম যথাক্রমে ৮০ এবং ১১০ টাকা। শহর এবং শহরতলির পাইকারি বিক্রেতারা তাঁদের থেকেই রথ কিনে নিয়ে যান। কিন্তু এ বার ট্রেন বন্ধ থাকায় অনেকেই জানিয়েছেন, দূর থেকে রথ নিতে আসবেন না। তাই বাজারে রথের চাহিদাও নেই।মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির থেকে রথের শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে। নতুন বাজার, জগন্নাথ মন্দিরে মেলা ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় রথ উপলক্ষ্যে দোকানদানি বসে। এবারেও রথের শোভাযাত্রা না হওয়ায় দুশ্চিন্তায় রথ তৈরির শিল্পীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Rathyatra News
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore