0
পত্রিকা প্রতিনিধি : শালবনী ব্লকের ১ নং রাউতোড়া গ্রামে বৃহস্পতিবার সকালে এক পঞ্চাশোর্ধ গৃহবধু’র রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল শালবনী থানার পুলিশ। সকালে প্রতিবেশীরা ওই গৃহবধুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী, বুধবার রাতে স্বামী-স্ত্রীর অশান্তির জেরে খুন হয়েছেন পরী কালিন্দী (৫৫) নামে ওই মহিলা।
উল্লেখযোগ্য বিষয় হলো, স্বামী সন্তোষ কালিন্দী (৬৫) ভোর থেকেই পলাতক। গ্রামবাসীদের অনুমান,গতকাল রাতে কোনো গুরুতর অশান্তির জেরে নিজের স্ত্রীকে খুন করেছেন তিনি। তবে, অশান্তির বিষয়ে নিশ্চিত নন প্রতিবেশীরাও। শালবনী থানা ও পিড়াকাটা পুলিশ পোষ্টের বাহিনী গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।