বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এক বাঁদরেই ঘুম উড়েছিল শালবনীবাসীর। সে সরতেই হাজির আরও এক বাঁদর। অবশেষে ঘুমপাড়ানি গুলিতে খাঁচা বন্দি হলো বাঁদরটি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

জানা গিয়েছে, গত এক মাস ধরে ওই বাঁদরের আক্রমণে জখম হয়েছেন ৩০ জন। বাঁদরটিকে খাঁচা বন্দি করতে সবরকম চেষ্টা চালিয়েও সফল হয়নি বনদপ্তর। জনমানসে ক্ষোভ সৃষ্টি হয়েছিল বনদপ্তরের বিরুদ্ধে। এর আগে আর এক বাঁদরের আক্রমণে দু’মাসে ৫০ জনের বেশি আহত হয়েছিল। তাকে কোনোভাবে জালের ফাঁদ পেতে ধরা গিয়েছিল। পরে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে এলে লালগড়ে গিয়ে দশজনকে আহত করে।
তবে ওই বাঁদর চলে যাওয়ার পরেই হাজির হয় আরেকটি বাঁদর। সে এসে নতুন করে উৎপাত শুরু করে এলাকায়। শালবনী এবং পার্শ্ববর্তী চকতারিণী, তিলাখুলা গ্রামে বাড়ির ছাদে, গাছের ডালে ঘুরে বেড়াচ্ছে। পথচলতি এমনকি বাড়ির ছাদে মানুষজনকে দেখতে পেলেই আক্রমণ করছে। মহিলা শিশুসহ প্রায় ৪০ জনের বেশি আহত হয়েছেন। জাল বিছিয়ে ফাঁদ পাতলেও সেই জালে ধরা দেয়নি।

আরও পড়ুন :*স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁসের ভুয়ো প্রচার! পুলিশের জালে এক যুবক*
বনদপ্তর থেকে জানা গিয়েছে, ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছিল। ঘটনাস্থলে গেলেই বাঁদরটি লুকিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, বাড়িতে, রান্নাঘরে বা যেকোন জায়গায় যেকোন সময় অতর্কিতে ঢুকে আক্রমণ শানাচ্ছে বাঁদরটি। এমনকি রাস্তায় পথচারীদের ওপরেও আক্রমণ করে আহত করেছে বেশ কয়েকজনকে। বিভিন্ন জায়গায় ফলের টোপ দিয়ে, জাল ফেলে কোনোমতেই কাবু করা যাচ্ছে না তাকে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গত জুন মাসে এমনই আরও এক বাঁদরের আবির্ভাব হয়েছিল শালবনী এলাকায়। সেই সময় ২০ জনের বেশি আহত হয়েছিলেন। পরে বনদপ্তর খাঁচা বন্দি করেছিল বাঁদরটিকে। মোট তিনটি বাঁদর তাণ্ডব চালিয়েছে শালবনীতে। অবশেষে সোমবার রাতে ঘুম পাড়ানি গুলি করে বাঁদরটিকে খাঁচা বন্দি করে বনদপ্তর। আড়াবাড়ি রেঞ্জের আধিকারিক বাবলু মান্ডি বলেন, “জাল বিছিয়ে, খাবারের টোপ দিয়েও বাঁদরটিকে কোনভাবেই ধরা যায়নি। ঘুমপাড়ানি গুলি করে ধরা হয়েছে। তার শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Monkey captured
Biplabi Sabyasachi Largest Bengali Newspape