পত্রিকা প্রতিনিধিঃ রাজ্যে বেড়েচলা করোনা সংক্রমণের মোকাবিলা নাভিশ্বাস উঠছে হাসপাতালগুলির। সরকারি, বেসরকারি সব জায়গাতেই বেডের অভাব। পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায় রাজ্যের যুব কল্যাণ দফতরের যুব আবাসনে তৈরি করা হল করোনা আক্রান্তদের জন্য সেভ হোম। বুধবার ৭০ শয্যার সেভ হোমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের মত্স্য মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি।
উল্লেখ্য, মূলত এলাকায় যেসব করোনা আক্রান্ত রয়েছে বা ধরা পড়েছে অথচ তার বাড়িতে থাকার জায়গা নেই, সেই সব মানুষদের জন্যই তৈরি করা হয়েছে সেভ হোম, যেখানে ২৪ ঘন্টায় দেওয়া হবে সরকারি পরিষেবা, পাশাপাশি স্বাস্থ্য কর্মীরাও থাকবেন আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের তত্পরতার শহীদ স্থানান্তরিত করা হবে করোণা হাসপাতালে, তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী তৈরি করা হয়েছে সেভ হোম, এদিন মত্স্য মন্ত্রী বলেন যেভাবে আগের পরিস্থিতিতে অক্সিজেনের অভাব ছিলো সে ক্ষেত্রে অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে।
মৎস্য মন্ত্রী অখিল গিরি বলেন,‘‘পর্যটক না থাকায় দিঘার যুব আবাসটি খালি পড়ে ছিল। তাই স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এখানে সেফ হোম চালু করা হয়েছে। এটা হাসপাতালের খুব কাছে হওয়ায় রোগীদের চিকিৎসায় সুবিধা হবে।’’