পত্রিকা প্রতিনিধিঃ জঙ্গলমহল জুড়ে আগামী ২৭ মার্চ প্রথম দফায় নির্বাচন। আর তার জন্য কেন্দ্রীয় বাহিনী কে নিয়ে এরিয়াডমিনেশ করল রাজ্য পুলিশের কর্তারা। বুধবার সকাল থেকে শুরু হয় এই রুট মার্চ। এদিন গোপীবল্লভপুর ২ নং ব্লকের মহাপাল বাসস্ট্যান্ড হয়ে পেটবিন্ধি গ্রাম পর্যন্ত এই রুটমার্চ হয়।
রুটমার্চের পাশাপাশি এলাকার পরিস্থিতি বা কোন ধরনের রাজনৈতিক চাপ আছে কিনা তা সাধারন মানুষের কাছ থেকে জানতে চান এস.ডি.পি.ও , বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালধী, বেলিয়াবেড়া ব্লকের বিডিও এবং কেন্দ্র বাহিনীর আধিকারিকরা। তবে গোপীবল্লভপুর ২ নং লোকসভা ও পঞ্চায়েত ভোটে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। তাই বিধানসভা ভোটকে কেন্দ্র করে বিশেষ নজর দারি করছেন প্রশাসন।
উল্লেখ্য,গতকাল বিনপুর এলাকায় মাওবাদী নামক পোষ্টারে বিজেপি তৃনমূল’কে হুশিয়ারি দিয়ে ভোট বয়কট করার কথা জানান দিয়েছে । তাই ভোটে কোন সংত্রাশ না হয় তার দিকে বিশেষ নজর দারি চালাছে প্রশাসন।