Road Blockade
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একাধিক দাবিতে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে পশ্চিম মেদিনীপুর জেলার আটটি স্থানে ১২ ঘন্টার পথ অবরোধ। পরিস্থিতির কথা আশঙ্কা করে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে বের হলো না বহু রুটের বেসরকারি বাস।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
শীতের সকালে ভোগান্তিতে যাত্রীরা। বুধবার সকাল থেকে ঘাটালের হালদারদিঘী মোড় এলাকায় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়ে যায় রাজ্য সড়কে। বহু যানবাহন বন্ধ হয়ে যায় পরিস্থিতি বুঝে। সংগঠনের স্থানীয় নেতা মনোরঞ্জন মুর্মু জানান, “সাঁওতালি শিক্ষার বিভিন্ন দাবি নিয়ে এই অবরোধ কর্মসূচি। পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড, হোস্টেল, স্কুল, স্থায়ী শিক্ষকের দাবিতে আমাদের এই আন্দোলন।
Road Blockade
আরও পড়ুন : বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনায় বিজেপি সাংসদও জড়িত থাকতে পারে! কেশপুরে বিস্ফোরক অভিযোগ জয়প্রকাশ মজুমদারের
বহু আগে থেকেই আন্দোলন চলছে। আজকে ১২ ঘন্টার চাক্কা জাম কর্মসূচি। দাবি না মিটলে চলবে অনির্দিষ্টকাল পর্যন্ত।” জেলার অন্যান্য স্থানগুলিতেও এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। পরিস্থিতি খারাপ হবে এমন আঁচ করেই মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের বিভিন্ন রাস্তার বেসরকারি বাস পরিষেবা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন : চন্দ্রকোনায় একাধিক বাড়িতে ডাকাতি ! ফিল্মি কায়দায় এক দুষ্কৃতীকে পাকড়াও করল গ্রামবাসীরা
আরও পড়ুন : বাড়িতে আগুন লেগে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু এক ব্যাক্তির! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে
দূরবর্তী স্থানে যেতে বেরিয়ে এসে বাসস্ট্যান্ডে হয়রান হতে হয় যাত্রীদের। শুধুমাত্র গুটি কয়েক সরকারি বাস রাস্তায় বের হয়েছে। বাস ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুমন দাস বলেন, “সকালবেলা তবু বেশ কয়েকটি বাস বের হয়েছিল রাস্তায়। তারপরে বেশিরভাগ রুটের বাসগুলি তাদের যাতায়াত বন্ধ করে দিল। কয়েকটি সরকারি বাস রাস্তায় বের হয়েছে মাত্র।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road Blockade
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper