বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রবিবার ভোররাতে সবং থানার অন্তর্গত নীলা বাজার এলাকায় ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। দুটি ভারী গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে উঠলো আগুন। আগুনের তাপে রাস্তার ধারে থাকা আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর চারটা নাগাদ পটাশপুর থেকে তেমাথানির দিকে আসা একটি কন্টেইনার ট্রাক এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোরাম বোঝাই একটি ডাম্পার-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর কন্টেইনারটিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : হাতির লেজ ধরে টান, শালবনীতে আটক এক যুবক, বাকিদের খোঁজে তল্লাশি
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতায় কাছাকাছি থাকা বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং সেই তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে কন্টেইনার ও ডাম্পারে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সবং থানার বিশাল পুলিশবাহিনী এবং দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে দুটি গাড়িই প্রায় অর্ধেক অংশ পড়ে যায়, চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এধরনের প্রতিটি দুর্ঘটনায় ঘটছে রাতে এবং তার কারণ গাড়ির বেপরোয়া গতি।

রাতে যদি ট্রাফিক পুলিশ এই রাজ্য সড়ক পর্যন্ত ডিউটিতে থাকে, তাহলে বেপরোয়া চালকরা খানিকটা সতর্ক হবেন। পুলিশ সূত্রে খবর, রবিবার ডাম্পার দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ডাম্পারগুলির বৈধতা, গতি ও চালকদের অবস্থানও খতিয়ে দেখা হচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road accident
Biplabi Sabyasachi Largest Bengali Newspape