Road Accident
বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বেপরোয়া গতিতে আসা বেসরকারি বাস ধাক্কা মারলো টোটোকে। আহত একাধিক জন। দ্রুত তাদের উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার পর পলাতক বাসের চালক। বাস আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। উত্তেজনা সামাল দিতে পৌঁছায় কোতয়ালি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার মেদিনীপুর শহর সংলগ্ন পাথরঘাটা এলাকায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
স্থানীয়রা জানিয়েছেন, “বেপরোয়া গতিতে একটি বাস মেদিনীপুর শহরে প্রবেশ করছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী টোটোকে সজরে ধাক্কা মারে। ঘটনায় দুমড়েমুচড়ে যায় টোটো। আহত টোটোর চালক সহ যাত্রীরা। তবে ততক্ষণে বাস ফেলে রেখে পালিয়ে যায় চালক। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বাসটিকে আটক করে পুলিশ।
Road Accident
আরও পড়ুন : মেদিনীপুরে থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দিল সরকারি হোমের এক নাবালক
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকা দিয়ে বাস প্রবেশের সময় বেপরোয়া গতিতে যায়। অথচ এর আগে যখন বাস বেরোত তখন ধীর গতিতেই যাতায়াত করত। স্থানীয়দের দাবি, আগের মত এই দিক দিয়ে বাস যেন বাসস্ট্যান্ডে প্রবেশ না করে। প্রবেশ করার সময় বেপরোয়া গতিতে যাওয়ার ফলে রাস্তা পারাপারে ভয় লাগে। এখানে বাম্পার না করলে আরও দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper