Road Accident
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভোর সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল পূর্ব মেদিনীপুরে ৷ ঘটনাটি ঘটেছে কাঁথি দইসাই এলাকায়। উল্লেখ্য, দইসাই বাসস্ট্যান্ডের কাছে বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জনের। দিঘা যাওয়ার পথে ঘটেছে এই দুর্ঘটনা। মৃতরা সকলেই নদীয়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে,ছোট গাড়ির ভেতরে থাকা সকলেই মারা গেছে । জানা গেছে, শিবশক্তি নামে বাসটি দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

অপরদিকে দীঘা দিকে যাচ্ছিল ছোট প্রাইভেট গাড়িটি। সেখানেই বাসের সঙ্গে সংঘর্ষ হয় । মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা সকলেই মারা যান, এমনভাবে ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছে যার ফলে গাড়ি থেকে মৃতদেহগুলিকে বের করানো কষ্টকর হয়। শেষমেশ অনেক চেষ্টার পর মারিশদা থানার পুলিশ মৃতদেহ গুলি গাড়ি থেকে বের করেছে। ইতিমধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Road Accident


আরও পড়ুন : মাধ্যমিকে এবারেও সেরা দশে পূর্বের ৭ পড়ুয়া, পড়ুন বিস্তারিত
আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং
তিনি লিখেছেন, ‘জেনে মর্মাহত হয়েছি যে, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ যেটা দেবার সেটাও দেওয়া হবে। আমি আর একবার স্বজনহারাদের আমার সমবেদনা জানাই। মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে।’
আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper