0
পত্রিকা প্রতিনিধি : মেদিনীপুর জেলার ভগবানপুর থানার পাজনকুল গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল বিলুপ্তপ্রায় প্রজাতির একটি বাচ্চা গন্ধগোকুল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বেশকয়েকদিন আগে ওই পরিত্যক্ত বাড়ির ভিতরে মৃত্যু হয় বাচ্চা গন্ধগোকুলের মায়ের।এরপর আজ বিকেলে ওই বাড়ির সামনে ওই প্রানীর বাচ্চাটিকে দেখতে প্রায় স্থানীয় এক বাসিন্দা।এরপর ওই বাসিন্দা গ্ৰামবাসীদের ডেকে প্রানীটিকে দেখায়।তারপর গ্ৰামের বাসিন্দারা ভগবানপুর বন দফতরে খবর দিলে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে বাচ্চা গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে যায়।