পত্রিকা প্রতিনিধি: নাগপঞ্চমীর সকালেই মেদিনীপুর শহরে উদ্ধার হলো গোখরে। শুক্রবার সাত সকালে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে মেদিনীপুর অগ্নিনির্বাপক কেন্দ্রের সিপাই বাজারের অফিসে। এদিন সকালে হঠাৎ করেই একটি গোখরো সাপ ঢুকে পড়ে অফিসের মধ্যে। কর্মচারীরা সাপটিকে দেখে প্রাথমিক ভাবে আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু তাঁরা সাপটিকে মেরে না ফেলে অফিসের ঘর থেকে বাইরে বের করে দেন। সাপটি ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেও বাইরে থাকা সিমেন্টের স্ল্যাব ঢাকা দেওয়া বন্ধ ড্রেনের মধ্যে ঢুকে পড়ে।এর পর খবর পৌঁছায় মেদিনীপুরের পরিচিত সাপ উদ্ধারকারী যুবক দেবরাজ চক্রবর্তীর কাছে। তিনি এবং তাঁর সঙ্গী আলোকচিত্রী অরিন্দম দাস এসে সাপটিকে উদ্ধার করেন। এরপর সাপটিকে বন দপ্তরের নির্দেশ অনুযায়ী গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেন দেবরাজ বাবুরা।এই প্রসঙ্গে অরিন্দম বাবু বলেন শহরে সাপের উপদ্রব কম নয়। মাঝে মধ্যেই বিষধর সাপের দেখা মিলছে শহরের বিভিন্ন জায়গায়। খবর পেলেই সেখান থেকে সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের উদ্যোগে ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সাপকে। তিনি বলেন সাপ পরিবেশের বন্ধু, তাই পরিবেশের জীব বৈচিত্র রক্ষার্থে সাপকে মেরে ফেলা কখনই উচিত নয়। সাপ সম্পর্কে সাবধান এবং সচেতন থাকাই বাঞ্চনীয়। এতে মানুষ এবং সাপ – উভয়েরই প্রাণ বাঁচে।
0