Home » হলদিয়া বন্দরের অয়েল জেটিতে ১০৭ কোটি টাকা ব্যায়ে তৈরী হচ্ছে অত্যাধুনিক রিমোট নিয়ন্ত্রিত অগ্নিনির্বাপণ সিস্টেম

হলদিয়া বন্দরের অয়েল জেটিতে ১০৭ কোটি টাকা ব্যায়ে তৈরী হচ্ছে অত্যাধুনিক রিমোট নিয়ন্ত্রিত অগ্নিনির্বাপণ সিস্টেম

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : হলদিয়া বন্দরের অয়েল জেটিতে আগুন মোকাবেলায় রিমোট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম গড়ে তোলার জন্য ১০৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন করল কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। Haldia, Haldia, Purba medinipur news, Biplabi sabyasachi news, latest bengali news, bengal news
ইতিমধ্যে টেন্ডার ডেকে দক্ষিণ ভারতের একটি সংস্থা কে এই প্রকল্পে কাজের বরাত দেওয়া হয়েছে। প্রযুক্তি সরবরাহ করছেন চেন্নাই আইআইটির বিশেষজ্ঞরা।কোনভাবে যেটিতে বা জাহাজে আগুন লাগলে দূর থেকে রিমোট টিপে ফোম স্প্রে চালু করে দেওয়া হবে ।এর জন্য যেটির পাশে টাওয়ার মনিটর গড়ে তোলা হয়েছে। এতে তেল ও তরল রাসায়নিক কার্গো হ্যান্ডলিংয়ের অনেকগুলো জেটিতে একসঙ্গে আগুন নেভানোর কাজ করা যাবে। পুজোর পরেই এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। হলদিয়া বন্দর সূত্রে এ খবর জানা গিয়েছে।

আরও পড়ুন- পূজোর আগে মন খারাপ মালাকারদের,মুখ থুবড়ে পড়েছে রুটি-রোজগার

ফাইল চিত্র


হলদিয়া বন্দর এর ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার প্রশাসন প্রবীন কুমার দাস বলেন বন্দরের পুরনো অয়েল জেটি গুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে।অয়েল জেটি ওয়ান এবং টু ছাড়াও তরল রাসায়নিক পণ্য ওঠানামার জন্যে নদীবক্ষে ৭০ কোটি টাকা ব্যয়ে আউটার টার্মিনাল- টু নামের নতুন একটি জেটি তৈরি হচ্ছে।
পাশেই রয়েছে আরও দুটি বাজ জেটি। মোট পাঁচটি জেঠির জন্য একসঙ্গে আগুন মোকাবিলার উন্নত ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের নাম অগমেন্টেশান অব কম্প্রিহেনন্সিভ ফায়ার ফাইটিং সিস্টেম।সম্প্রতি কেন্দ্রীয় জাহাজ মন্ত্র প্রকল্পের অনুমোদন দিয়েছে আগামী ২৪ মাসের মধ্যেই প্রকল্প গড়ে উঠবে।হলদিয়া বন্দরে অয়েল জেটি গুলি রয়েছে ডক বেসিনের বাহিরে।ডক বেসিনে মূলত জাহাজ থেকে ড্রাই কার্গো ও তেল হ্যান্ডেলিং হয়।
পেট্রোলের এর মতো অতি দাহ্য পেট্রোলিয়াম পণ্য, প্যারাজাইলিনের রাসায়নিক পণ্য ওঠানামা করে ডক বেসিনের বাহিরে নদীর পাড়ে রিভারাইন জেটিতে।নাব্যতা জন্য তেলবাহী বড় অয়েল ট্যাংকারের রিভারাইন জেটিতে ভিড়তে সুবিধে হয়। এক্ষেত্রে পণ্য ওঠানামা কিংবা বন্দরে নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
বন্দর সূত্রে জানা গিয়েছে, অয়েল জেটি গুলির আগুন নেভানোর ব্যবস্থা তিন দশকের বেশি পুরনো। দিন দিন ওই যেগুলিতে পেট্রোলিয়াম পণ্য পরিবহন বাড়ছে। আন্তর্জাতিক মেরিটাইম নিয়ম মেনে এখন আগুন নেভানোর ব্যবস্থা আধুনিকরণ জরুরি হয়ে পড়েছিল।
সেজন্য নতুন প্রকল্প হাতে নেয় বন্দর কর্তৃপক্ষ।বন্দরে এক আধিকারিক বলেন বন্দরের অগ্নি সুরক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের করার জন্য একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের অয়েল ইন্ডাস্ট্রিজ সেফটি ডাইরেক্টরেটের (ও আইএসডি )গাইডলাইন মেনে নয়া ব্যবস্থা তৈরি হবে।কয়েক বছরের মধ্যেই হলদিয়া বন্দরের মাধ্যমে এলপিজি এবং লিক্যুইড ন্যাচারাল গ্যাস বা এল এন জি’র পরিবহন কয়েকগুণ বেড়ে যাবে।সেক্ষেত্রে ফায়ার ফাইটিং সিস্টেম শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন এক নম্বর অয়েল জেটির পিছনে জল সরবরাহের জন্য বিশাল একটি পুকুর তৈরি করা হয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasach

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.